সুনানে আবু দাউদ > বিচার ব্যবস্থা > বিচারকের সামনে বাদী-বিবাদীর বসার নিয়ম

৩৫৮৮

আবদুল্লাহ্ ইবনুয্-যুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সিদ্ধান্ত দিয়েছেন যে, বাদী-বিবাদী উভয়ে বিচারকের সামনে বসবে। [৩৫৮৮] সানাদ দুর্বল : মিশকাত (৩৭৮৬)।


লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন