সুনানে আবু দাউদ > পবিত্রতা অর্জন > পেশাব-পায়খানার সময় কথা বলা মাকরূহ

১৫

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ দু’ ব্যক্তি একই সঙ্গে পেশাব-পায়খানার জন্য বের হবে না এবং আপন লজ্জাস্থান উন্মুক্ত করে কথাবার্তা বলবে না। কারণ এরূপ কাজে মহাসম্মানিত আল্লাহ অসন্তুষ্ট হন।

হাদীস থেকে শিক্ষাঃ ১। লজ্জাস্থান ঢেকে রাখা ওয়াজিব। ২। পেশাব-পায়খানার সময় পরস্পর কথোপকথনে আল্লাহর ক্রোধান্বিত হওয়া প্রমাণিত করে যে, এ সময় কথাবার্তা বলা হারাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন