জামে' আত-তিরমিজি > অনুমতি প্রার্থনা > নিজের ঘরে প্রবেশকালে সালাম দেয়া

২৬৯৮

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেনঃ হে বৎস! তুমি যখন তোমার পরিবার-পরিজনের নিকটে যাও, তখন সালাম দিও। তাতে তোমার ও তোমার পরিবার-পরিজনের কল্যাণ হবে। হাদীসটির সানাদ দুর্বল।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ গারীব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন