সুনানে আবু দাউদ > শিষ্টাচার > হাঁচির জবাব কতবার দিবে?

৫০৩৭

সালামাহ ইবনু আক্ওয়া‘ (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বসে হাঁচি দিলে তিনি ‘ইয়ারহামুকাল্লাহ’ বললেন। লোকটি আবার হাঁচি দিলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ লোকটির ঠান্ডা লেগেছে।


৫০৩৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে পূর্বোক্ত হাদীসের অর্থানুরূপ বর্ণিত। [৫০৩৩]

[৫০৩৩] ইবনুস সুন্নী।

৫০৩৬

থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হাঁচিদাতার উত্তর তিনবার দাও। এরপরও যদি সে হাঁচি দিতে থাকে তবে তোমার ইচ্ছা উত্তর দিতেও পারো আবার নাও দিতে পারো।

[৫০৩৪] তিরমিযী। ইমাম তিরমিযী বলেনঃ ‘এই হাদীসটি গরীব এবং সানাদ মাজহুল।’ এছাড়াও বর্ণনাটি মুরসাল।

৫০৩৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমার ভাইয়ের হাঁচির উত্তর তিনবার দিবে। এরপরও হাঁচি দিতে থাকলে তবে তার মস্তিষ্কে ঠান্ডা লেগেছে (তাই আর জবাব দিতে হবে না)। [৫০৩২] হাসান মাওকূফ ও মারফু।

[৫০৩২] বুখারীর আদাবুল মুফরাদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন