সুনান নাসাঈ > চোরের হাত কাটা > চোরের কর্তিত হাত ঘাড়ে ঝুলানো

৪৯৮২

ইবনু মুহায়রিয (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ফাযালা ইব্‌ন উবায়দকে চোরের হাত তার ঘাড়ে ঝুলিয়ে দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: এটা সুন্নত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর চোরের হাত কেটে তার ঘাড়ে লটকে দিয়েছিলেন।


লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন