সুনান নাসাঈ > ক্রয়-বিক্রয় > পানি বিক্রয়
৪৬৬০
জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানি বিক্রয় করতে নিষেধ করেছেন।
৪৬৬১
আবূ মিনহাল (রহঃ) থেকে বর্নিতঃ
আমি ইয়াস ইব্ন উমর (রাঃ) আরেকবার বলেন, ইযাস ইব্ন আবদ (রাঃ)-কে বলতে শুনেছি যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে পানি বিক্রি নিষেধ করতে শুনেছি।