সুনান নাসাঈ > কসম ও মান্নাত > ইসলাম হতে বের হয়ে যাওয়ার শপথ
৩৭৭২
সাবিত ইবন যাহহাক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বললোঃ "ইসলামের সাথে আমার কোন সম্পর্ক নেই।" সে যদি মিথ্যাবাদী হয়, তবে সে যেমন বলেছে- তেমন, আর যদি সত্যবাদী হয়, তবে সে নিরাপদে ইসলামে ফিরে আসবে না (অর্থাৎ গুনাহ্গার হবে)।