সুনান নাসাঈ > ইমামত > যে ফজরের দুই রাকআত আদায় করছে অথচ ইমাম সালাতে
৮৬৮
আবদুল্লাহ্ ইবনু বুহায়নাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ এক ব্যক্তি আগমন করল রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন ফজরের সালাত আদায় করছিলেন। সে ব্যক্তি দুই রাকআত সালাত আদায় করে সালাতে শরীক হলো। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সালাত শেষ করে বললেনঃ হে অমুক! তোমার সালাত কোন্টি, তুমি যে সালাত আমাদের সাথে আদায় করেছ সেটি, না যে সালাত একা আদায় করেছ?