সুনান নাসাঈ > পবিত্রতা > নিদ্রার ইচ্ছা করলে জুনুব ব্যক্তির উযূ করা
২৫৮
আবূ সালামাহ্ ইবনু আবদুর রাহমান (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানাবাত অবস্থায় নিদ্রার ইচ্ছা করলে নিদ্রা যাওয়ার পূর্বে সালাতের উযূর ন্যায় উযূ করতেন।
২৫৯
আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
উমর (রাঃ) বলেছেন, ইয়া রাসূলুল্লাহ্! আমাদের কেউ জানাবাত অবস্থায় নিদ্রা যাবে কি? তিনি বললেনঃ যদি উযূ করে নেয়।