📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 চূড়ান্ত সাবধানতা একেই বলে

📄 চূড়ান্ত সাবধানতা একেই বলে


মানুষের উচিত ইবাদতের ওপর গর্ব না করা এবং নিজের ব্যাপারে আস্থাশীল না হওয়া। একবার কেউ হজরত উমর রাদি.-কে দরজার চৌকাঠের ওপর বসে থাকতে দেখল। লোকটি তাঁকে সালাম দিয়ে সামনে চলে গেল। কিছুক্ষণ পর সে ফেরার পথে দেখতে পেল, এখনো উমর রাদি. চৌকাঠের ওপর সেভাবেই বসা আছেন। লোকটি পেরেশান হয়ে জিজ্ঞেস করল, 'হে আমিরুল মুমিনিন! আপনি দরজার ওপর সে কখন থেকে বসে আছেন!' তিনি জবাবে বললেন, 'আমার মেয়ে হাফছা, উম্মুল মুমিনিন। সে আজ আমার বাড়ি এসেছে, কিন্তু আমার স্ত্রী বাড়িতে নেই, যে কারণে সে ঘরে একা। তাই তাঁর পাশে বসার পরিবর্তে আমি দরজার এখানে বসতে ভালো মনে করেছি।' আল্লাহু আকবার!

আমাদের আকাবিরগণ বিতাড়িত শয়তান থেকে এ পরিমাণ সতর্ক থাকতেন। শয়তানের চালবাজি বোঝা সম্ভব নয়। আল্লাহ তাআলার রহমত সঙ্গে না থাকলে কখন যে সে মানুষকে ভ্রষ্ট করে বসবে টেরও পাওয়া যাবে না!

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 ইমাম আবু হানিফা রহ. ও সতেরো হাদিস

📄 ইমাম আবু হানিফা রহ. ও সতেরো হাদিস


বিদেশে একবার এক লোকের সঙ্গে আমার দেখা হলো। সে আমাকে বলল, 'ইমাম আবু হানিফা রহ.' মাত্র সতেরোটি হাদিস জানতেন। তারপরও আপনারা নিজেদেরকে হানাফি বলেন?' আমি বললাম, 'আপনার কথা শুনে তো আমি ১০০% থেকে ১০১% হানাফি হয়ে গেলাম।' সে বলল, 'মানে।' আমি বললাম, 'এটা তো সত্য যে হজরত আবু হানিফা রহ.-এর নেতৃত্বে ছয় লক্ষাধিক মাসআলা লিপিবদ্ধ হয়েছে। সুতরাং যে মনীষী মাত্র সতেরোটি হাদিস থেকে ছয় লক্ষ মাসআলা বের করতে পারেন, তাঁর অনুসরণ না করে, তাকে ইমাম না মেনে উপায় আছে? তাঁকে কী করে শ্রদ্ধা না করে পারা যায়? তাঁকে শ্রদ্ধা করতে পারাটা আমি সৌভাগ্যের কারণ মনে করি। এসব কথা শুনে লোকটি নিজেকে শুধরে নিল। বলল, 'আসলে হজরত আবু হানিফা রহ.-কে আল্লাহ তাআলা এমন উচ্চ মাকাম দান করেছেন যে, তা বোঝাও কঠিন।

তাফসির সম্পর্কে এ কথা ভালো করে জেনে নিন, পবিত্র কুরআন শরিফের ওই অর্থই গ্রহণযোগ্য যা ওলামায়ে কেরাম করেছেন। তাঁদের সাহচর্যে থেকেই অর্থ উদ্ধার করতে হবে। শুধু কিতাব পড়লে হবে না। সকলের জ্ঞান-বুদ্ধি এক নয়। আমাদের আকাবিরগণ যা বুঝতে পারতেন আমরা তা বুঝতে পারি না। এ জন্য তাঁদেরকে মেনেই আমাদের চলতে হবে। যেমনটি হাদিসে এসেছে : 'আকাবিরদের সাথেই তোমাদের বরকত।'২

টিকাঃ
১. তাঁর নাম-নুমান ইবনে সাবিত। আবু হানিফা তাঁর লকব। তিনি ৮০ হিজরি সনে জন্মগ্রহণ করেন। এবং ১৫০ হিজরি সনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর দিন হজরত ইমাম শাফি রহ. জন্মগ্রহণ করেন।
২. খুতুবাতে জুলফিকার: ৪/১৭।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 তোমার লজ্জাহীনতা আমাকে অন্ধ করে দিয়েছে

📄 তোমার লজ্জাহীনতা আমাকে অন্ধ করে দিয়েছে


যদি আমরা আমাদের আকাবির ও আসলাফদের জীবনীর দিকে দৃষ্টি দিই, তবে তাঁদের জীবনে দুর্লভ অনেক কিছুই দেখতে পাব। ইমাম আবু হানিফা রহ. একবার কোথাও যাচ্ছিলেন। এক লোক গোসলখানা থেকে গোসল করে বের হলো। সে এমন লুঙ্গি পরা ছিল যা হাঁটুর ওপরে ছিল; অর্থাৎ শরীরের যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ তা খোলা ছিল। হজরত ইমাম আবু হানিফা রহ. সাথে সাথে তাঁর চোখ বন্ধ করে নিলেন। লোকটি কাছে এসে বলতে লাগল, 'নুমান! আপনি কবে থেকে অন্ধ হয়েছেন?' ইমাম আবু হানিফা রহ. বললেন, 'যখন থেকে তোমার লজ্জা-শরম বিদায় নিয়েছে তখন থেকে আমি অন্ধ হয়ে গিয়েছি।'

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 সিজদা থেকে মাথা উঠাব কীভাবে?

📄 সিজদা থেকে মাথা উঠাব কীভাবে?


হজরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহি রহ. নামাযে দীর্ঘ সময় সিজদায় কাটাতেন। একবার তাকে কেউ দীর্ঘ সিজদার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, 'আমি যখন সিজদায় যাই তখন আমার মনে হয়, আমি কি পরবর্তী সিজদা দিতে পারব? এ চিন্তা থেকেই সিজদা থেকে মাথা উঠাতে মন চায় না।'

হজরত ইয়াহইয়া রহ.-ও এমন করতেন। দীর্ঘ সিজদার ব্যাপারে তাঁকেও যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, এক বর্ণনায় এসেছে: 'সিজদাকারী আল্লাহর পায়ের ওপরই সিজদা করে থাকে।' তাই যখন আমি সিজদা করি, তখন আমার মনে হয়, আমি তো আল্লাহর পায়ের ওপরই সিজদা করছি। তাই মাথা উঠাতে মন চায় না।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন