📘 অলসতার বিরুদ্ধে যুদ্ধ > 📄 প্রশ্ন হও শক্তিতেজন - পরিবর্তনের কার্যকর নীতি

📄 প্রশ্ন হও শক্তিতেজন - পরিবর্তনের কার্যকর নীতি


আমরা যদি ফজরের সালাতে অবহেলা করি তবে আমরা বিছানার আরামের দিক থেকে মুনাফিকদের কাতারে চলে যাব। সুতরাং, প্রতিদান প্রদানেও কঠিন শাস্তি ও কড়া হিসাব গ্রহণের মাধ্যমে প্রকৃত মুনাফিকদের পরিপূর্ণ অনুসরণ করা হবে। তবে যদি তাওবা কবুলকারী পরম দয়ালু প্রভু আমাদের প্রতি রহম করেন তা ভিন্ন কথা।
আমরা যদি ওয়াদা করে তা ভঙ্গ করি, অথবা মিথ্যা কথা বলি তবে আমরা নিফাকির এক তৃতীয়াংশকে আবশ্যক করে নিলাম।
আমরা যদি লৌকিকতার নিয়তে দান করি অথবা দান করে কষ্ট ও খোঁটা দিই তবে আমরা মুনাফিকি চক্রের অনুসারী হয়ে গেলাম।
তাই যেদিন বিশ্বজগতের মালিক সকল দলকে একত্র করবেন সেদিন আমরা সেই মুনাফিকি চক্রের কাতারে থাকাটা কী অসম্ভব কিছু?
প্রসন্ন হও শঙ্কিতজন
অবনতির শঙ্কা আপনার মন থেকে অলসতা তাড়িয়ে দেবে। তখন আপনি জেগে উঠবেন নিদ্রার চাদর ফেলে। অলসতা তাড়িয়ে দেবে আপনার মেধা থেকে। তখন আপনি জ্বলে উঠবেন আপন প্রতিভায়। অলসতাকে তাড়িয়ে দেবে আপনার দেহ থেকে। তখন আপনি হয়ে উঠবেন উদ্যমী। নিম্নমুখি স্খলন থেকে হয়ে উঠবেন উচ্চমনোবলের অধিকারী।
আমাদের কি আগ্রহ আছে নিফাকমুক্ত উদ্যানে গিয়ে আশ্রয় নেওয়ার? আগ্রহ আছে এসকল পাপাচারের পঙ্কিল জলাশয়ে পতিত হওয়া থেকে আত্মরক্ষা করার? যদি আগ্রহ থাকে, তবেই তো আমরা অর্জন করতে পারব উচ্চমনোবল—জান্নাত।
পরিবর্তনের কার্যকর নীতি
নিজেকে যে জ্বালাতে পারে, সে-ই সৃষ্টি করে আলোড়ন, সেই হয় গতিশীল।
দর্শন : অতএব, আগুনের প্রতি আপনার নিকটবর্তিতাই আপনাকে মূল আগুন থেকে অনেক অনেক দূরে নিয়ে যাবে। অন্তর যার দগ্ধ হবে শঙ্কাগ্নিতে, সে-ই ছড়াবে আলো; সে-ই স্থায়ী লাঞ্ছনাগ্নির পোশাক পরা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আর নিজেকে যে গতিশীল করতে পারবে না, সে তো বেছেই নিল লাঞ্ছনার জীবন, তার জীবন তো জীবিত কিছু নয়, অনুভূতিশূন্য এক মৃত আত্মার বসতবাড়ি।
এই শঙ্কাই হচ্ছে এক মহৌষধ, যা দিয়ে অলসেরা আরোগ্যলাভ করতে পারে এবং দুর্বলেরা শক্তি সঞ্চয় করতে পারে। যেমন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহু তিব্বর-রুহানি নামক গ্রন্থে বলেন—
ভয় এমন এক চাবুক, যা দিয়ে অলসদের তাড়িয়ে নেওয়া যায়।৪১

টিকাঃ
৪০ মাজাল্লাতুত তারবিয়াতিল ইসলামিয়া :২৬, কিতাবুল মানতেক থেকে চয়িত
৪১ আত-তিব্বর রুহানি :৪৯; ইবনুল জাওজি, মাকতাবাতুস সাকাফাতিত দ্বীনিয়া, কায়রো

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন