📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 হাত কাটার পদ্ধতি এবং হাতের কোন স্থান কাটা হবে?

📄 হাত কাটার পদ্ধতি এবং হাতের কোন স্থান কাটা হবে?


পূর্বে উল্লিখিত শর্তসমূহ যখন পূর্ণ হয়ে যাবে, তখন হাত কাটা ওয়াজিব। চোরের ডান হাতের তালুর জোড়া (কবজি) পর্যন্ত কেটে দেওয়া হবে। হাত কেটে দেওয়ার পরপরই চোরের হাতে আগুনের ছেক বা তেলে চুবিয়ে দেওয়া হবে অথবা এগুলো ছাড়া এমন মাধ্যম বা উপকরণ ব্যবহার করবে, যা রক্ত বন্ধ করে দেয়। যার ফলে এর ক্ষতস্থান শুকিয়ে যাবে এবং যার হাত কাটা হবে সে মৃত্যু বা ক্ষতির সম্মুখীন না হয়।
চোর দ্বিতীয়বার আবার চুরি করলে, তার বাম পা কেটে নেওয়া হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন