📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 যৌবনকালের একটি উপদেশ

📄 যৌবনকালের একটি উপদেশ


১০৮. আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন যুবক ছিলাম, তখন জনৈক ব্যক্তি আমাকে বললেন:
خَلَّصْ رَقَبَتَكَ مَا اسْتَطَعْتَ فِي الدُّنْيَا مِنْ رِقَّ الْآخِرَةِ فَإِنَّ أَسِيرَ الْآخِرَةِ غَيْرُ مَفْكُوكَ أَبَدًا.
'হে যুবক! দুনিয়ায় থাকতেই তুমি আখেরাতে বন্দি হওয়া থেকে বাঁচতে যথাসম্ভব চেষ্টা করে যাও। কেননা আখেরাতের বন্দিদশা থেকে মুক্তি লাভ করা খুব কঠিন।'
আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার যৌবনকালে শ্রবণ করা এই অমূল্য উপদেশ-বাণী কখনই ভুলিনি। তাই নিজের নফসকে পরকালের বন্দিদশা থেকে মুক্ত রাখতে আজ আমি নিজেই তাকে বন্দি করে রেখেছি।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নফসের ওপর কঠোরতা না করার পরামর্শ

📄 নফসের ওপর কঠোরতা না করার পরামর্শ


১০৯. ইসমাইল ইবনে উমাইয়া রাহিমাহুল্লাহ বলেন, একবার মাসরুক রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি নিজের নফসের ওপর যে সীমাহীন কঠোরতা করেন, যদি তার কিছুটা কমাতেন, তাহলে কতই-না ভালো হতো! নিজের ওপর তো একটু রহম করুন।
তিনি জবাবে বললেন, আমার রবের তরফ থেকে কোনো বার্তাবাহক এসে যদি বলত, আল্লাহ আমাকে আজাব দেবেন না, তাহলে আমি ইবাদতে শিথিলতা করার চেষ্টা করতাম।
লোকটি তখন বললেন, এটা কী করে সম্ভব?
তিনি বললেন, আমার নফসের ব্যাপারে এই দায়িত্ব গ্রহণ করো যে, আমি জাহান্নামে প্রবেশ করলে তাকে আমি তিরস্কার করব না। তোমার কাছে কি আয়াত পৌঁছেনি যে, আল্লাহ তাআলা বলেছেন:
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ.
'আমি শপথ করছি তিরস্কারকারী আত্মার।'
মানুষ কেয়ামত দিবসে নিজেদের আত্মাকে তিরস্কার করতে থাকবে। তিরস্কার করতে করতেই জাহান্নামের দরজায় উপনীত হবে। জাহান্নামের রক্ষী ফেরেশতাগণ তাদেরকে বন্দি করে ফেলবে এবং তখন তাদের ও তাদের আশা-আকাঙ্ক্ষার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাদের আশা শেষ হযে যাবে, তাদের থেকে রহমত তুলে নেয়া হবে এবং তাদের প্রত্যেকেই নিজেদের নফসকে কঠোরভাবে তিরস্কার করতে থাকবে। কিন্তু সেদিনের সেই তিরস্কার তাদের কোনোই কাজে আসবে না। তাই প্রত্যেকের উচিত, দুনিয়ায় থাকতেই নিজেকে শাসন করা, আত্মসমালোচনা করা এবং নিজের নফসের ওপর কঠোর নিয়ন্ত্রণভার আরোপ করা।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর নেয়ামত

📄 সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর নেয়ামত


১১০. আবু হুররা রাহিমাহুল্লাহ বলেন, আমরা একবার বকর ইবনে আব্দুল্লাহ মুজানি রাহিমাহুল্লাহ অসুস্থ হলে তাকে দেখতে গেলাম। তিনি আমাদেরকে দেখে মাথা তুলে বললেন, কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করেন, এর অর্থ তিনি তাকে নেক কাজের সুযোগ-শক্তি দিয়েছেন। বান্দার তখন কর্তব্য হলো, কৃতজ্ঞতাস্বরূপ তার নফসকে ইবাদতে নিয়োজিত রাখা। আর যদি অসুস্থ-দুর্বল হয়ে যায়, মনে করতে হবে, আল্লাহ তাকে পাপকাজে জড়াতে দেবেন না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 আত্মাকে শাসনের চমৎকার কৌশল

📄 আত্মাকে শাসনের চমৎকার কৌশল


১১১. ইয়াজিদ আল-আরাজ শান্নি নামের একজন বুজুর্গ বলেন, একবার জনৈক ব্যক্তি বিখ্যাত বুজুর্গ মুওয়াররিক আল-ইজলি রাহিমাহুল্লাহকে বললেন, হে আবুল মুতামির, আমি দুর্বল হয়ে পড়েছি। যার ফলে নামাজ ও রোজা রাখতে পারি না। জবাবে আবুল মুতামির রাহিমাহুল্লাহ বললেন, তুমি তোমার আত্মার ব্যাপারে খামোখাই অভিযোগ করছ। কেননা আত্মাকে যদি ভালো কাজে খাটাতে না পারো, তবে তার শাস্তি হচ্ছে মন্দ কাজ থেকেও তাকে বিরত রাখবে। তাকে সম্বোধন করে বলো, হে আত্মা! যেহেতু তুমি ভালো কাজ করতে রাজি না, অতএব আমি তোমাকে মন্দ কাজও করতে দেব না। ব্যস, এভাবেই আত্মাকে শায়েস্তা ও নেক কাজ করতে না পারার কাফফারা আদায় হয়ে যাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন