📄 কুপ্রবৃত্তি মানুষের কর্ম ও জ্ঞানের ওপর প্রবল হয়
৮৫. আবু ফাতেমা রাহিমাহুল্লাহ বলেন, আমি আতা সুলামি রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, আমাদের নিকট এই সংবাদ এসেছে যে, মানুষের কুপ্রবৃত্তি ও কামনা তার আমল ও জ্ঞানবুদ্ধির ওপর প্রবল হয়ে থাকে।
এর দ্বারা বোঝা গেল, কুপ্রবৃত্তি অত্যন্ত শক্তিশালী হয়। তাই শক্তিশালী এই শত্রুকে দমন ও অনুগত করতে হলে প্রচেষ্টা ও যুদ্ধও শক্তিশালী হতে হবে, সহজে কিংবা হাল্কা শক্তি ব্যয় করে নফস বা কুপ্রবৃত্তিকে বশীভূত করা যাবে না।
📄 ঈমান ও আমলের সমন্বয়ে আত্মাকে শাসন করা
৮৬. আব্দুল্লাহ ইবনে উবায়েদ ইবনে উমায়ের রাহিমাহুল্লাহ বলেন, ঈমান হলো সেনাপতির মতো এবং আমল চালকের মতো। আর মানুষের আত্মা এই দুয়ের মাঝে পলায়নপর। সুতরাং মানুষের সেনাপতি দুর্বল হলে চালক সঠিকভাবে পরিচালিত হয় না। আর যদি চালক দুর্বল হয়, তবে সেনাপতিও সঠিকভাবে চলে না। বরং একটা আরেকটার দ্বারা সৌন্দর্যমণ্ডিত ও শক্তিশালী হয়।