📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 প্রত্যন্ত যাপনকারী আত্মার প্রকার

📄 প্রত্যন্ত যাপনকারী আত্মার প্রকার


৪৭. হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি কাব ইবনে উজরা রাযি.-কে একদিন বললেন, হে কাব ইবনে উজরা! মানুষ যখন সকাল অতিবাহিত করে তখন তারা দুইভাগে বিভক্ত হয়ে যায়। কেউ নিজের আত্মাকে তার প্রবৃত্তি ও শয়তানের কাছে বিক্রি করে দেয়, ফলে সে ধ্বংস হয়। আর কেউ আল্লাহ তাআলার কাছে নিজের আত্মাকে বিক্রয় করে দেয়, ফলে সে মুক্তি পায়।

টিকাঃ
২৬. মুসনাদে আবু ইয়ালা : ১৯৯৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন