📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 আল্লাহর রহমতই একমাত্র ভরসা

📄 আল্লাহর রহমতই একমাত্র ভরসা


৪৫. দাউদ তাঈ রাহিমাহুল্লাহ আরও বলতেন, আমাদের আমলের যে হালত, তাতে নিরাশাই একমাত্র অবলম্বন হওয়ার কথা ছিল। কিন্তু তবু আমাদের অন্তর আল্লাহ তাআলার রহমতের আশাবাদী। তাই আমরা নিজেদের আমলের কারণে আশাবাদী নই, বরং আল্লাহ তাআলার করুণা ও দয়ার কারণে আশাবাদী হই।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 দুইজন বিখ্যাত বুজুর্গের অনুশোচনা ও ক্রন্দন

📄 দুইজন বিখ্যাত বুজুর্গের অনুশোচনা ও ক্রন্দন


৪৬. জাফর ইবনে মালেক রাহিমাহুল্লাহ বলেন, একবার মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ সাবেত বুনানি রাহিমাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাতে সাবেত রাহিমাহুল্লাহ মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহকে বললেন, হে মালেক! আপনি কেমন আছেন? জবাবে তিনি বললেন, সেই লোক কীরূপ থাকতে পারে, যার বাহ্যিক অবস্থা পাপে পূর্ণ এবং অপ্রকাশ্য পাপ অগণিত? এরপর তিনি সাবেত রাহিমাহুল্লাহকে বললেন, আপনার কথা বলুন হে সাবেত! আপনি কেমন আছেন? জবাবে সাবেত বুনানি রাহিমাহুল্লাহ হাত সম্প্রসারণ করলেন, গর্দান লম্বা করলেন এবং মাথা নিচের দিকে ঝুঁকালেন এবং বললেন, এটা হলো অতিশয় পাপীদের নিজেদের পাপ প্রকাশের নিদর্শন। সুতরাং আমার এই অবস্থা দেখেই বুঝে নিন আমি কত বড়ো পাপী, আর একজন পাপীর অবস্থা কেমন হতে পারে, সেটা আপনার অজানা নয়। এরপর তারা দুজনেই ভীষণ ক্রন্দন শুরু করলেন এবং ক্রন্দন করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 প্রত্যন্ত যাপনকারী আত্মার প্রকার

📄 প্রত্যন্ত যাপনকারী আত্মার প্রকার


৪৭. হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি কাব ইবনে উজরা রাযি.-কে একদিন বললেন, হে কাব ইবনে উজরা! মানুষ যখন সকাল অতিবাহিত করে তখন তারা দুইভাগে বিভক্ত হয়ে যায়। কেউ নিজের আত্মাকে তার প্রবৃত্তি ও শয়তানের কাছে বিক্রি করে দেয়, ফলে সে ধ্বংস হয়। আর কেউ আল্লাহ তাআলার কাছে নিজের আত্মাকে বিক্রয় করে দেয়, ফলে সে মুক্তি পায়।

টিকাঃ
২৬. মুসনাদে আবু ইয়ালা : ১৯৯৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন