📄 ভয়ঙ্কর পরীক্ষা
মানুষের জীবনে সর্বাধিক ভয়ঙ্কর পরীক্ষা হল ধর্ম পালনে পরীক্ষা। মানুষ ধর্ম পালন করতে গিয়ে অসম্ভব পরীক্ষার সম্মুখীন হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তার আর কোন অবলম্বন নেই। পরিত্রাণ নেই। সান্ত্বনা নেই। সবকিছুর বিকল্প থাকলেও আল্লাহ-কে না মানার বিকল্প নেই। কেউ যদি আল্লাহ-কে হারিয়ে ফেলে সে সবই হারিয়ে ফেলে।
ধর্মপালনের বিপদের তুলনায় শরীরের রোগ, সন্তান-সম্পদ বা অন্যকিছুতে কোন বিপদ-বিপর্যয় কিছুই নয়। অধর্ম হল সকল বিপদের মূল। সকল বিপদের জননী। অধার্মিকের একমাত্র অবলম্বন হল তাওবা। ধর্মের পথে ফিরে আসা। আল্লাহ -র কাছে প্রত্যাবর্তন করা।