📄 খাবার শেষে যে দুআ পড়তে হয়
মেহমান বা আত্মীয়-স্বজন যখন পানাহার কিংবা সুগন্ধি লাগানো ইত্যাদি শেষ করে দিতে চায়, তখন মেজবানের জন্য ততক্ষণ এরকম বলা মুস্তাহাব যে, 'আরেকটু নেন' যতক্ষণ না নিশ্চিত হবে যে, সে পর্যাপ্ত পরিমাণ খেয়েছে
জেনে রেখ, এরকম করা মুস্তাহাব। এমনকি স্ত্রী বা পরিবারের অন্যান্যদের ক্ষেত্রেও এরকম করা মুস্তাহাব। যাদের ব্যাপারে আশঙ্কা থাকে যে, তারা ক্ষুধা থাকা সত্ত্বেও হাত গুটিয়ে নিবে, যদিও চাহিদা অল্পই হয়। দলিল:
(৫৭৭) হজরত আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত লম্বা হাদিস। যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট মুজিজার আলোচনা রয়েছে। সেখানে আছে- যখন হজরত আবু হুরায়রা রাদি. ক্ষুধার তাড়নায় রাস্তায় বসে পথচারীদের থেকে কুরআন শুনতে চাচ্ছিলেন এবং এর দ্বারা ইঙ্গিতে তাদের মেহমান হতে চাচ্ছিলেন। পরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসহাবুস সুফফার কাছে পাঠালেন। তিনি তাদেরকে নিয়ে আসলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে এক পেয়ালা দুধ দিয়ে তৃপ্ত করলেন। তিনি হাদিসটি উল্লেখ করতঃ এও বললেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন-
بَقِيْتُ أَنَا وَأَنْتَ. قُلْتُ: صَدَقْتَ يَا رَسُوْلَ اللهِ . قَالَ: اقْعُدْ فَاشْرَبْ. فَقَعَدْتُ فَشَرِبْتُ، فَقَالَ: اشْرَبْ فَشَرِبْتُ، فَمَا زَالَ يَقُولُ: اشْرَبْ حَتَّى قُلْتُ: لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَجِدُ لَهُ مَسْلَكًا. قَالَ: فَأَرِنِي. فَأَعْطَيْتُهُ الْقَدَحَ، فَحَمِدَ اللَّهَ وَسَمَّى، وَشَرِبَ الْفَضْلَةَ.
অর্থ: এখন আমি এবং তুমি অবশিষ্ট আছি। আমি বললাম, ঠিক বলেছেন হে আল্লাহর রাসুল! তিনি বললেন, বসে পান করে নাও, আমি বসে পান করে নিলাম। পুনরায় বললেন, পান কর; আমি পান করলাম। এভাবে তিনি বলতেই থাকলেন, পান করো। এক পর্যায়ে তৃপ্ত হয়ে বলতে বাধ্য হলাম: সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, আর আমি পারছি না। নবিজি বললেন, ঠিক আছে আমাকে দাও। আমি তাকে পেয়ালা দিলাম। অতঃপর তিনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর নাম নেন এবং অবশিষ্ট দুধটুকু পান করে ফেলেন। ৭৯৪
খাবার শেষে যে দুআ পড়তে হয়
(৫৭৮) হজরত আবু উমামা রাদি. থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান উঠানোর সময় এই দুআ পড়তেন-
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا، مُبَارَكًا فِيْهِ، غَيْرُ مَكْفِيٌّ وَلَا مُوَدَّعٍ، وَلَا مُسْتَغْنَى عَنْهُ، رَبَّنَا.
উচ্চারণ: আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তায়্যিবান, মুবারাকান ফিহি, গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুয়াদ্দাইন, ওয়ালা মুসতাগনান আনহু, রাব্বানা।
অর্থ: পবিত্র, বরকতময় ও পর্যাপ্ত সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য। তবুও এই প্রশংসা যথেষ্ট নয়, ছেড়ে দেয়ার নয় এবং এ থেকে অমুখাপেক্ষীও থাকার নয়। হে আমাদের পালনকর্তা, আমাদের প্রশংসা ও দুআ কবুল করুন। ৭৯৫ -অন্য বর্ণনায় এসেছে- যখন খানা শেষ করতেন (বর্ণনাকারী এও বলেছেন, যখন দস্তরখান উঠাতেন) এই দুআ পড়তেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٌّ وَلَا مَكْفُوْرٍ.
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল লাজি কাফানা ওয়া আরওরানা গাইরা মাকফিয়্যিন ওয়ালা মাকফুরিন।
অর্থ: সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে তৃপ্ত ও সিক্ত করেছেন। এমতাবস্থায় এই প্রশংসা যথেষ্ট নয় এবং না অস্বীকার করা হয়েছে এমন। ৭৯৬
(৫৭৯) হজরত আনাস রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
اللهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا، أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا.
অর্থ: নিশ্চয় আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি খুশি হন যে পানাহার করে আল্লাহর প্রশংসা করে। ৭৯৭
(৫৮০) হজরত আবু সাঈদ খুদরি রাদি. থেকে বর্ণিত যে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ করে এই দুআ পড়তেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ.
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন।
অর্থ: সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে আহার দিয়েছেন, সিক্ত করেছেন এবং সর্বোপরি আমাদেরক মুসলমান বানিয়েছেন। ৭৯৮
(৫৮১) হজরত আবু আইয়ুব খালিদ বিন জায়েদ রাদি. থেকে সহিহ সনদে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহার শেষ করে এই দুআ পড়তেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى، وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًا.
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল লাজি আতআমা ওয়া সাকা, ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা।
অর্থ: সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি খেতে দিয়েছেন, পিপাসা নিবৃত্ত করেছেন, একে সহজে ভক্ষণযোগ্য করেছেন এবং তা নির্গত হওয়ার পথও করেছেন। ৭৯৯
(৫৮২) হজরত মুআজ বিন আনাস রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি খানা শেষে এই দুআ পড়বে তার পূর্বের যাবতীয় (ছোট) গুনাহ মাফ করে দেয়া হবে। দুআটি হল-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ.
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল লাজি আতআমানি হাজা ওয়া রাজাকানিহি মিন গাইরি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। অর্থ: সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাকে আমার সামর্থ্য-প্রচেষ্টা ছাড়াই এই খাদ্য খেতে দিয়েছেন এবং একে রিজিক হিসাবে দান করেছেন। -ইমাম তিরমিজি রহ. বলেন, হাদিসটি হাসান। ৮০০
(৫৮৩) তাবেঈ হজরত আবদুর রহমান বিন যুবায়ের রহ. থেকে হাসান সনদে বর্ণিত, তার কাছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আট বছরের একজন খাদেম বলেছেন- নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার এলে তিনি তাকে বিসমিল্লাহ বলতে শুনেছেন। আর খাবার শেষে এই দুআ পড়তে শুনেছেন-
اللَّهُمَّ أَطْعَمْتَ وَسَقَيْتَ، وَأَغْنَيْتَ وَأَقْنَيْتَ، وَهَدَيْتَ وَأَحْسَنْتَ، فَلَكَ الْحَمْدُ عَلَى مَا أَعْطَيْتَ.
উচ্চারণ: আল্লাহুম্মা আতআমতা ওয়া সাকাইতা, ওয়া আগনাইতা ওয়া আকনাইতা, ওয়া হাদাইতা ওয়া আহসানতা, ফালাকাল হামদু আলা মা আ'তাইতা।
অর্থ: হে আল্লাহ, আপনিই আহার দিয়েছেন ও তৃষ্ণা নিবৃত্ত করেছেন, অভাবমুক্ত ও সম্পদশালী করেছেন, পথপ্রদর্শন করেছেন ও অনুগ্রহ করেছেন। আপনার দানকৃত নেয়ামতের ওপর আপনার কৃতজ্ঞতা আদায় করি। ৮০১
(৫৮৪) আবদুল্লাহ বিন আমর বিন আস রাদি. থেকে বর্ণিত, তিনি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, নবিজি খাবার শেষ করে এই দুআ পড়তেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنَّ عَلَيْنَا وَهَدَانَا، وَالَّذِي أَشْبَعَنَا وَأَرْوَانَا، وَكُلَّ الْإِحْسَانِ آتَانَا.
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল লাজি মান্না আলাইনা ওয়া হাদানা, ওয়াল্লাজি আশবাআনা ওয়া আরওয়ানা, ওয়া কুল্লাল ইহসানি আতানা।
অর্থ: সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে পথপ্রদর্শন করেছেন, যিনি আমাদেরকে তৃপ্ত ও সিক্ত করেছেন এবং সবধরনের নেয়ামতরাজি আমাদেরকে দান করেছেন। ৮০২
(৫৮৫) হজরত ইবনে আব্বাস রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার শেষ করে- ইবনুস সুন্নির বর্ণনায়: যাকে আল্লাহ তাআলা খাবার খাওয়াবেন- সে যেন এই দুআ পাঠ করে-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ، وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ.
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফিহি, ওয়া আতয়িমনা খাইরান মিনহু।
অর্থ: হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে এরচে উত্তম আহার দান করুন। -আর যাকে আল্লাহ তাআলা দুধ পান করাবেন, সে যেন নিম্নোক্ত দুআ পাঠ করে। কারণ, দুধ ছাড়া অন্য কিছু পানাহারের জন্য যথেষ্ট হয় না-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ، وَزِدْنَا مِنْهُ.
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফিহি, ওয়া যিদনা মিনহু।
অর্থ: হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো বৃদ্ধি করে দিন।৮০০ - ইমাম তিরমিজি রহ. বলেন, হাদিসটি হাসান।
(৫৮৬) হজরত ইবনে মাসউদ রাদি. থেকে দুর্বল সূত্রে বর্ণিত-
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَرِبَ فِي الْإِنَاءِ تَنَفَّسَ ثَلَاثَةَ أَنْفَاسٍ يَحْمَدُ اللهُ تَعَالَى فِي كُلِّ نَفْسٍ، وَيَشْكُرُهُ فِي آخِرَهُ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে পান করলে তিন শ্বাসে পান করতেন। প্রতি শ্বাসে আলহামদুলিল্লাহ বলতেন এবং শেষে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ৮০৪
টিকাঃ
৭৯৪. সহিহ বুখারি: ৬৪৫২, মুসনাদে আহমাদ ২/৫১৫।
৭৯৫. সহিহ বুখারি: ৫৪৫৮।
৭৯৬. সহিহ বুখারি: ৫৪৫৯, সুনানে আবু দাউদ: ৩৮৪৯, সুনানে তিরমিজি: ৩৪৫২, সুনানে ইবনে মাজাহঃ ৩২৮৪, মুসনাদে আহমাদ ৫/২৫৩, আমাল: ২৮৪, নাসাঈ, আমাল: ৪৬৮।
৭৯৭. সহিহ মুসলিম: ২৭৩৪, সুনানে তিরমিজি: ১৮১৭, মুসনাদে আহমাদ ৩/১০০।
৭৯৮. সুনানে আবু দাউদ: ৩৮৫০, জামে তিরমিজি: ৩৪৫৭, শামায়েলে তিরমিজি: ১৯১, আমাল: ২৮৮-২৯০, নাসাঈ, আমাল: ৪৬৪, ই. সু., সুনানে ইবনে মাজাহঃ ৩২৮৩, মুসনাদে আহমাদ ৩/৩২।
৭৯৯. সুনানে আবু দাউদ: ৩৮৫১, সুনানে নাসাঈ: ৬৮৬৭, আমাল: ৪৭০, ই. সু., ইবনে হিব্বান: ১৩৫১।
৮০০. সুনানে আবু দাউদ: ৪০২৩, সুনানে তিরমিজি: ৩৪৫৮, সুনানে ইবনে মাজাহঃ ৩২৮৫, মুসনাদে আহমাদ ৩/৪৩৯, মুসতাদরাকে হাকেম ১/৫০৭, আমাল: ৪৬৭।
৮০১. সুনানে কুবরা: ৬৮৯৮, নাসাঈ, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৪৬৫, ইবনুস সুন্নি, মুসনাদে আহমাদ ৪/৬২।
৮০২. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৪৬৬, ইবনুস সুন্নি।
৮০৩. সুনানে আবু দাউদ: ৩৭৩০, সুনানে তিরমিজি: ৩৪৫৫, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৪৭৪, আমাল: ২৮৬-২৮৭।
৮০৪. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৪৮১, ইবনুস সুন্নি, আলফুতুহাত ৫/২৪০।
📄 খাওয়ার পর মেজবানের উদ্দেশ্যে মেহমান যে দুআ করবে
(৫৮৭) হজরত আবদুল্লাহ বিন বুসর রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-
نَزَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي، فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً، فَأَكَلَ مِنْهَا، ثُمَّ أُتِيَ بِتَمْرٍ، فَكَانَ يَأْكُلُهُ، وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ، وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى - قَالَ شُعْبَةُ : هُوَ ظَنّي، وَهُوَ فِيْهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الْإِصْبَعَيْنِ - ثُمَّ أُتِيَ بِشَرَابٍ، فَشَرِبَهُ، ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ، فَقَالَ أَبِي، وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ : اُدْعُ اللهَ لَنَا، فَقَالَ: اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ، وَارْحَمْهُمْ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার বাবার ঘরে মেহমান হন। আমরা তার সামনে খাবার এবং হায়েস৮০৫ পেশ করি। তিনি এ থেকে গ্রহণ করেন। এরপর খেজুর নিয়ে আসা হলে তিনি খেতে শুরু করেন এবং বীচিগুলো মধ্যমা ও শাহাদাত আঙ্গুলের মাঝখান দিয়ে ফেলতে লাগলেন।- বর্ণনাকারী শুবা বলেন, আমার ধারণা যে, বীচিগুলো মধ্যমা ও শাহাদাত আঙ্গুলের মাঝখান দিয়ে ফেলার কথা হাদিসে আছে। ৮০৬- অতঃপর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পানীয় আনা হল, তিনি তা পান করলেন। অতঃপর ডান পাশের লোককে তা দিলেন। আবদুল্লাহ বিন বুসর রাদি. বলেন, আমার বাবা বললেন, আমাদের জন্য আল্লাহর কাছে দুআ করুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বলে দুআ করলেন-
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ، فَاغْفِرْ لَهُمْ فَارْحَمْهُمْ.
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাজাকতাহুম, ফাগফির লাহুম, ফারহামহুম।
অর্থ: হে আল্লাহ, তাদেরকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন, তাদেরকে ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন। ৮০৭
(৫৮৮) হজরত আনাস রাদি. থেকে সহিহ সনদে বর্ণিত-
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন উবাদা রাদি. এর কাছে গমন করলেন। তিনি মেহমানদারি হিসাবে রুটি ও যাইতুন সামনে দেন, নবিজি তা গ্রহণ করলেন। অতঃপর এই দুআ করলেন-
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ.
উচ্চারণ: আফতারা ইনদাকুমুস সায়িমুন, ওয়া আকালা তাআমাকুমুল আবরারু, ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়িকাহ।
অর্থ: তোমাদের কাছে ইফতার করুক রোজাদাররা, আহার গ্রহণ করুক পুণ্যবানরা এবং ফেরেশতারা তোমাদের মাগফিরাত কামনা করুক। ৮০৮
(৫৮৯) হজরত আবদুল্লাহ বিন যুবায়ের রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) হজরত সাদ বিন মুআজ রাদি. এর বাড়িতে ইফতার করলেন। অতঃপর এই দুআ পাঠ করলেন-
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ.
উচ্চারণ: আফতারা ইনদাকুমুস সায়িমুন, ওয়া আকালা তাআমাকুমুল আবরারু, ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়িকাহ।
অর্থ: তোমাদের কাছে ইফতার করুক রোজাদাররা, আহার গ্রহণ করুক পুণ্যবানরা এবং ফেরেশতারা তোমাদের মাগফিরাত কামনা করুক। ৮০৯
(৫৯০) জনৈক ব্যক্তির সূত্রে হজরত জাবের রাদি. থেকে বর্ণিত আছে, তিনি বলেন-
صَنَعَ أَبُو الْهَيْثَمِ بْنُ التَّيِّهَانِ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا، فَدَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ، فَلَمَّا فَرَغُوْا قَالَ: أَثِيْبُوا أَخَاكُمْ قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَا إِثَابَتُهُ؟ قَالَ: إِنَّ الرَّجُلَ إِذَا دُخِلَ بَيْتُهُ فَأُكِلَ طَعَامُهُ وَشُرِبَ شَرَابُهُ فَدَعَوْا لَهُ فَذَلِكَ إِثَابَتُهُ.
অর্থ: আবুল হাইসাম বিন তাইয়িহান একবার খাবার তৈরি করে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কথিপয় সাহাবিদের দাওয়াত করেন। অতঃপর সকলের খাবার শেষ হলে নবিজি বললেন, তোমাদের ভাইকে প্রতিদান দাও। তারা জিজ্ঞাসা করলেন: ইয়া রাসুলুল্লাহ, প্রতিদান কী? নবিজি বললেন: নিশ্চয় যখন কারো বাড়িতে গিয়ে পানাহার করা হয়, অতঃপর তার জন্য দুআ করা হয়; এটাই তার প্রতিদান। ৮১০
পানি বা দুধ ইত্যাদি পান করানো ব্যক্তির জন্য দুআ
(৫৯১) হজরত মিকদাদ রাদি. থেকে দীর্ঘ প্রসিদ্ধ হাদিসে বর্ণিত আছে, তিনি বলেন- অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাথা আকাশের দিকে উঠিয়ে এই দুআ পাঠ করলেন-
اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي، وَاسْقِ مَنْ سَقَانِي.
উচ্চারণ: আল্লাহুম্মা আতয়িম্মান আতআমানি, ওয়াসকি মান সাকানি।
অর্থ: হে আল্লাহ, যে আমাকে আহার দিয়েছে তুমিও তাকে আহার দাও এবং যে আমার পিপাসা নিবৃত্ত করেছে তুমিও তাকে নিবৃত্ত কর। ৮১১
(৫৯২) হজরত আমর বিন হামিক রাদি. থেকে বর্ণিত- তিনি একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। পরে নবিজি তাকে নিম্নোক্ত দুআ দিলেন। ফলে তিনি আশি বছরে উপনীত হলেও একটিও পশম সাদা হয়নি। দুআটি হল-
উচ্চারণ: আল্লাহুম্মা আমতিহু বিশাবাবিহ। اللَّهُمَّ أَمْتِعْهُ بِشَبَابِهِ.
অর্থ: হে আল্লাহ, তাকে তার যৌবন ভোগ করার সুযোগ দিন। ৮১২
(৫৯৩) হজরত আমর বিন আখতাব রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-
اسْتَسْقَى رَسُوْلُ اللهِ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ بِمَاءِ فِي جَمْجَمَةٍ وَفِيْهَا شِعْرَةٍ فَأَخْرَجْتُهَا، فَقَالَ رَسُوْلُ اللهِ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ جَمِّلْهُ. قَالَ الرَّاوِي : فَرَأَيْتُهُ ابْنُ ثَلَاثٍ وَتِسْعِينَ أَسْوَدُ الرَّأْسِ وَاللَّحْيَةِ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলে আমি একটি করোটি দিয়ে পানি নিয়ে আসি। এতে একটি চুল ছিল, সেটা আমি বের করে নিলাম। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুআ দিলেন: اَللَّهُمَّ جَمَّلْهُ )আল্লাহুম্মা যাম্মিলহু: হে আল্লাহ, তাকে সুসজ্জিত করে দিন)। বর্ণনাকারী বলেন, পরে আমি তাকে তিরানব্বই বছর বয়সেও কালো চুল- দাড়ি বিশিষ্ট দেখেছি। ৮১৩
যে কারো মেহমানদারি করে তাকে দুআ দিয়ে উৎসাহিত করা
(৫৯৪) হজরত আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-
جَاءَ رَجُلٌ إِلَى رَسُوْلِ اللهِ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُضِيْفَهُ، فَلَمْ يَكُنْ عِنْدَهُ مَا يُضِيفُهُ، فَقَالَ: أَلَا رَجُلٌ يُضِيْفُ هَذَا رَحِمَهُ اللهُ؟ فَقَامَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ: أَبُو طَلْحَةَ، فَانْطَلَقَ بِهِ.
অর্থ: এক ব্যক্তি রাসূলের কাছে মেহমান হতে আসল, কিন্তু তার কাছে মেহমানদারি করার মতো কিছু ছিল না। তখন তিনি বললেন, এই ব্যক্তির মেহমানদারি করার কেউ আছেন? আল্লাহ তার ওপর রহম করুন! এটা শুনে এক আনসারি সাহাবি তাকে নিজের সাথে নিয়ে গেলেন। এরপর পুরো হাদিস উল্লেখ করেন। ৮১৪
মেহমানের মর্যাদা দানকারীর গুণগান
(৫৯৫) হজরত আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-
خَرَجَ رَسُولُ اللهِ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، أَوْ لَيْلَةٍ فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ، وَعُمَرَ، فَقَالَ: مَا أَخْرَجَكُمَا مِنْ بُيُؤْتِكُمَا هَذِهِ السَّاعَةَ؟ قَالَا: الْجُوعُ يَا رَسُولَ اللهِ، قَالَ: وَأَنَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَخْرَجَنِي الَّذِي أَخْرَجَكُمَا، قُوْمُوْا فَقَامُوا مَعَهُ، فَأَتَى رَجُلًا مِنَ الْأَنْصَارِ فَإِذَا هُوَ لَيْسَ فِي بَيْتِهِ، فَلَمَّا رَأَتْهُ الْمَرْأَةُ قَالَتْ: مَرْحَبًا، وَأَهْلًا. فَقَالَ لَهَا رَسُولُ اللهِ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيْنَ فُلَانُ؟ قَالَتْ: ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ إِذْ جَاءَ الْأَنْصَارِيُّ، فَنَظَرَ إِلَى رَسُوْلِ اللَّهِ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَاحِبَيْهِ، ثُمَّ قَالَ: الْحَمْدُ لِلَّهِ مَا أَحَدُ الْيَوْمَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّي .... وَذُكِّرَ تَمَامُ الْحَدِيثِ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বা এক রাতে বের হলেন, পথিমধ্যে আবু বকর এবং উমর রাদি. কে পেয়ে জিজ্ঞাসা করলেন, এ সময়ে তোমরা ঘরের বাইরে কেন? তারা বললেন, ইয়া রাসুলুল্লাহ! ক্ষুধার তাড়ায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঐ আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ! তোমাদেরকে যে জিনিস বের করেছে, আমাকেও সে জিনিস বের করেছে। চল, তারা তার সাথে রওনা করলেন। অতঃপর নবিজি এক আনসারির বাড়িতে গেলেন। ঘটনাক্রমে সেই আনসারি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী নবিজিকে দেখে বললেন, শুভেচ্ছা স্বাগতম! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, অমুক কোথায়? স্ত্রী উত্তর দিলেন, তিনি আমাদের জন্য মিষ্ট পানির সংগ্রহে গেছেন। এমতাবস্থায় আনসারি ব্যক্তি উপস্থিত হন, তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সাহাবিকে দেখে আল্লাহর প্রশংসা করে বললেন, মেহমানের দিক থেকে আজ আমার থেকে অধিক সৌভাগ্যবান আর কেউ নেই। (পরে দীর্ঘ হাদিস উল্লেখ করেছেন) ৮১৭
খাবার শেষে যা করণীয়
(৫৯৮) হজরত আয়েশা রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
أَذِيبُوْا طَعَامَكُمْ بِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ وَالصَّلَاةِ، وَلَا تَنَامُوْا عَلَيْهِ فَتَقْسُوَ لَهُ قُلُوْبُكُمْ.
অর্থ: তোমরা আল্লাহর স্মরণ ও নামাজের দ্বারা খাদ্যকে তরল কর। খাবার রেখে তোমরা ঘুমিয়ে যেওনা, অন্যথায় তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। ৮১৮
টিকাঃ
৮০৫. শুকনো খেজুর, ঘি ও পনির দিয়ে তৈরি এক প্রকার খানা।
৮০৬. এখানে সন্দেহ থাকলেও সহিহ মুসলিমের আরেক বর্ণনায় সন্দেহহীন এ কথা আছে।
৮০৭. সহিহ মুসলিম: ২০৪৩, আমাল: ২৯১-২৯৪, নাসাঈ, আমাল: ৪৭৬।
৮০৮. সুনানে আবু দাউদ: ৩৮৫৪।
৮০৯. সুনানে ইবনে মাজাহ: ১৭৪৭।
৮১০. সুনানে আবু দাউদ: ৩৮৫৩।
৮১১. সহিহ মুসলিম: ২০৫৫, মুসনাদে আহমাদ ৬/২, সুনানে তিরমিজি: ২৭১৯।
৮১২. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৪৭৫।
৮১৩. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৪৭৭, মুসনাদে আহমাদ ৫/৩৪০, মুস্তাদরাকে হাকেম ৩/৫১২।
৮১৪. সহিহ বুখারি: ৪৮৮৯, সহিহ মুসলিম: ২০৫৪/১৭৩।
৮১৫. সুরা হাশর: ৯। সহিহ বুখারি: ৩৭৯৮, সহিহ মুসলিম: ২০৫৪/১৭২।
৮১৬. সহিহ বুখারি: ৬০১৮, সহিহ মুসলিম: ৪৭।
৮১৭. সহিহ মুসলিম: ২০৩৮, সুনানে তিরমিজি: ২৩৮০, জামেউল উসুল: ২৮০৬।
৮১৮. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৪৮৮, ই. সু., আলকামিল ২/৪৯৩। হাদিসটি বানোয়াট।