📄 জমজমের পানি পান করার দুআ
(৪৯১) হজরত জাবের রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ.
অর্থ: জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ তাআলা সে উদ্দেশ্য পূরণ করেন। ৬৮৫-উলামায়ে কেরাম মহান উদ্দেশ্যে জমজমের পানি পান করেছেন এবং তাদের উদ্দেশ্য পুরা হয়েছে।
উলামায়ে কেরام বলেন, ক্ষমা বা সুস্থতার জন্য যে পান করবে সে এ দুআ পড়বে-
اللَّهُمَّ إِنَّهُ بَلَغَنِي أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ " اللَّهُمَّ وَإِنِّي أَشْرَبُهُ لِتَغْفِرَ لِي وَلِتَفْعَلَ بِيْ كَذَا وَكَذَا، فَاغْفِرْ لِي أَوِ افْعَلْ.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাহু বালাগানি আন্না রাসুলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কালা: "মাউ জামজামা লিমা শুরিবা লাহু”, আল্লাহুম্মা ওয়া ইন্নি আশরাবুহু লিতাগফিরালালি ওয়ালি তাফআলাবি কাজা ওয়া কাজা, ফাগফিরলি আ ইফআল।
অর্থ: হে আল্লাহ, আমার কাছে পৌঁছেছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: " জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ তাআলা সে উদ্দেশ্য পূরণ করেন”। হে আল্লাহ, আমিও এই উদ্দেশ্যে পান করছি, যাতে আমাকে ক্ষমা করে দেন এবং আমার এই এই আশা (নাম নিবে) পূরণ করেন। অতএব, আমাকে ক্ষমা করুন (অথবা বলবে) এটা পূরণ করুন। -অথবা এ দুআটি পড়বে-
اللَّهُمَّ إِنِّي أَشْرَبُهُ مُسْتَشْفِياً بِهِ فَاشْفِنِي.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আশরাবুহু মুসতাশফিয়ান বিহি ফাশফিনি।
অর্থ: হে আল্লাহ, আমি আরোগ্য কামনায় তা পান করছি, সুতরাং আমাকে সুস্থতা দান করুন। অন্যান্য যে কোনো দুআও পড়তে পারবে।
মক্কা থেকে ফিরে যাওয়ার সময় করণীয়
মক্কা থেকে ফিরে যাওয়ার সময় বিদায়ী তাওয়াফ করবে। মুলতাজিমে এসে মুলতাজিমকে জড়িয়ে ধরে এ দুআ পড়বে-
اللهُمَّ الْبَيْتُ بَيْتُكَ، وَالْعَبْدُ عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ، وَابْنُ أَمَتِكَ، حَمَلْتَنِي عَلَى مَا سَخَّرْتَ لِي مِنْ خَلْقِكَ، حَتَّى سَيَّرْتَنِي فِي بِلَادِكَ، وَبَلَّغْتَنِي بِنِعْمَتِكَ حَتَّى أَعَنْتَنِي عَلَى قَضَاءِ مَناسِكِكَ، فَإِنْ كُنْتَ رَضِيْتَ عَنِّي فَازْدَدْ عَنِّي رَضِيَ، وَإِلَّا فَمِنَ الْآنَ قَبْلَ أَنْ يَنْأَى عَنْ بَيْتِكَ دَارِي، هَذَا أَوَانُ انْصِرَانِي، إِنْ أَذِنْتَ لِي غَيْرَ مُسْتَبْدِلٍ بِكَ وَلَا بِبَيْتِكَ، وَلَا رَاغِبٍ عَنْكَ وَلَا عَنْ بَيْتِكَ، اللَّهُمَّ فَأَصْحِبْنِي الْعَافِيَةَ فِي بَدَنِي وَالْعِصْمَةَ فِي دِينِي، وَأَحْسِنْ مُنْقَلَبِي، وَارْزُقْنِي طَاعَتَكَ مَا أَبْقَيْتَنِي وَاجْمَعْ لِي خَيْرَي الْآخِرَةِ وَالدُّنْيَا، إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ.
উচ্চারণ: আল্লাহুম্মা, আলবাইতু বাইতুকা, ওয়াল আবদু আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিক। হামালতানি আলা মা সাখখারতা লি মিন খালকিকা, হাত্তা সাইয়ারতানি فی بلادک। ওয়া বাল্লাগতানি বিনিমাতিকা হাত্তা আআনতানি আলা কাদায়ি মানাসিক। ফা ইন কুনতা রাদিতা আন্নি ফাজদাদ আন্নি রিদা, ওয়া ইল্লা ফামিনাল আনা কাবলা আন ইয়ানআ আন বাইতিকা দারি। হাজা আওয়ানু ইনসিরাফি, ইন আজিনতা লি গাইরা মুসতাবদিলিন বিকা ওয়ালা বিবাইতিকা, ওয়ালা রাগিবিন আনকা ওয়ালা আন বাইতিক। আল্লাহুম্মা ফা আসবিহনিল আফিয়াতা فی بدنی والسماتا فی دینی وااحسن منقلبی وارزقنی طاعتک ما ابقیتنی واجمع لی خیرای الاخرة والدنیا, ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থ: হে আল্লাহ, এই ঘর আপনার ঘর। আমি আপনার গোলাম, গোলামের গোলাম এবং আপনার বান্দীর গোলাম। আপনার অধীনস্থ সৃষ্টির পিঠে করে আমাকে আরোহন করিয়েছেন, যদ্দারা আমাকে আপনার শহরে ভ্রমণ করিয়েছেন। অপনার অনুগ্রহে হজের আনুষ্ঠানিকতা পূরণের তাওফিক দিয়েছেন। যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আরো সন্তুষ্ট হন। অন্যাথায় এখনই সন্তুষ্ট হন, ঘরে ফেরার আগে। এটা তো আমার ফেরার মুহূর্ত। যদি অনুমতি দেন, আপনার ব্যাপারে বিশ্বাসের পরিবর্তন ছাড়া, আপনার ঘরের ব্যাপারেও। আপনার থেকে বিমুখ না হওয়া অবস্থায় এবং না আপনার ঘর থেকে। হে আল্লাহ, সর্বদা আমার শরীরে সুস্থতা দাও এবং দীনে সুরক্ষা। আমার পুনরুতथान শ্রেয়তর করুন এবং আমৃত্যু আপনার আনুগত্য দান করুন। আমাকে ইহকাল-পরকালের কল্যাণ দান করুন। নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
উক্ত দুআর শুরু ও শেষে আল্লাহর প্রশংসা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়বে, যেমন পূর্বে অন্যান্য দুআর ক্ষেত্রে আলোচনা গেছে। যদি ঋতুবতী মহিলা হয়, তাহলে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে এ দুআ পড়ে ফিরে যাবে।
টিকাঃ
৬৮৫. মুসনাদে আহমাদ ৩/৩৫৭, সুনানে ইবনে মাজাহঃ ৩০৬৩, আলফুতুহাত ৫/২৮।
📄 রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত ও দুআ
প্রত্যেক হাজির জন্য উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। মদিনা তার পথে হোক বা না হোক। কারণ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা একটি গুরুত্বপূর্ণ নেকির কাজ। অনেক সওয়াবের কাজ। অনেক কামনার বিষয়। জিয়ারতের উদ্দেশ্যে গমনের সময় রাস্তায় বেশি বেশি দরুদ পড়বে। মদিনার এলাকা, গাছপালা ও মদিনার কোন নিদর্শন দেখলে দরুদ বাড়িয়ে দিবে। আল্লাহর কাছে দুআ করবে, তিনি যেন জিয়ারতের মাধ্যমে তাকে উপকৃত করেন। দুনিয়া ও আখেরাতে সৌভাগ্যবান করেন। এ দুআটি পড়বে-
اَللَّهُمَّ افْتَحْ عَلَيَّ أَبْوَابَ رَحْمَتِكَ، وَارْزُقْنِي فِي زِيَارَةِ قَبْرِ نَبِيِّكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَزَقْتَهُ أَوْلِيَاءَكَ وَأَهْلَ طَاعَتِكَ، وَاغْفِرْ لِي وَارْحَمْنِي يَا خَيْرَ مَسْؤُوْلٍ.
উচ্চারণ: আল্লাহুম্মাফতাহলি আলাইয়া আবওয়াবা রহমাতিক। ওয়ারজুকনি فی زیارت قبر نبیک صلی اللہ علیہ وسلم ما رزقتہ اولیاءک واہل طاعتک, ওয়াগফিরলি ওয়ার হামনি ইয়া খাইরা মাসউল।
অর্থ: আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দাও। আপনার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে আমাকে সেই প্রশান্তি দাও, যা প্রিয় ও অনুগত বান্দাদের দিয়ে থাকেন। আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন হে শ্রেষ্ঠ দাতা।
মসজিদে প্রবেশের সময় অন্য মসজিদে প্রবেশের যেসব দুআ পূর্বে বর্ণিত হয়েছে সেগুলোই পড়বে। তাহিয়্যাতুল মসজিদের নামাজ আদায়ের পর রওজা শরিফের কাছে আসবে। রওজা শরিফের দেয়াল থেকে চার হাত পেছনে রওজা শরিফকে সামনে রেখে কেবলাকে পেছনে রেখে দাঁড়াবে। পরিমিত আওয়াজে সালাম দিবে; উচু আওয়াজে নয়। বলবে-
اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ ، اَلسَّلَامُ عَلَيْكَ يَا خِيَرَةَ اللَّهِ مِنْ خَلْقِهِ السَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبَ اللهِ ، اَلسَّلَامُ عَلَيْكَ يَا سَيِّدِ الْمُرْسَلِينَ وَخَاتَمَ النَّبِيِّينَ السَّلَامُ عَلَيْكَ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ وَأَهْلِ بَيْتِكَ وَعَلَى النَّبِيِّينَ وَسَائِرِ الصَّالِحِينَ : أَشْهَدُ أَنَّكَ بَلَّغْتَ الرِّسَالَةَ، وَأَدَّيْتَ الْأَمَانَةَ، وَنَصَحْتَ الْأُمَّةَ، فَجَزَاكَ اللَّهُ عَنَّا أفْضَلَ مَا جَزَى رَسُوْلاً عَنْ أُمَّتِهِ.
উচ্চারণ: আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহি, আসসালামু আলাইকা ইয়া খিরাতাল্লাহি মিন খালকিহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহি, আসসালামু আলাইকা ইয়া সাইয়িদাল মুরসালিনা ওয়া খাতামান্নাবিয়্যিন। আসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আহলি বাইতিকা ওয়া আলান্নাবিয়্যিনা ওয়া সায়িরিস সালিহিন। আশহাদু আন্নাকা বাল্লাগতার রিসালাতা, ওয়া আদ্দাইতাল আমানাতা, ওয়া নাসাহতাল উম্মাহ। ফা জাজাকাল্লাহু আন্না আফদালা মা জাজা রাসুলান আন উম্মাতিহ।
অর্থ: শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে আল্লাহর রাসুল। শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে আল্লাহর প্রিয়। শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে রাসুলদের সরদার ও শেষ নবি। শান্তি বর্ষিত হোক আপনার ওপর, আপনার সাথী ও সাহাবায়ে কেরামের ওপর, পরিবারের ওপর, সমস্ত নবিদের ওপর এবং সকল নেক বান্দাদের ওপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি রিসালতের দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন, ওহির আমানত পৌঁছিয়েছেন এবং উম্মতকে সদুপদেশ দিয়েছেন। একজন রাসুলকে তার উম্মাহর তরফে যেভাবে প্রতিদান দিয়ে থাকেন, আল্লাহর আপনাকে এরচে উত্তম প্রতিদান দান করুক।
যদি কেউ তাকে সালাম পাঠানোর ওসিয়ত করে থাকে তাহলে এভাবে বলবে-
السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ.
উচ্চারণ: আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহি মিন ফুলানিবনি ফুলান।
অর্থ: শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে আল্লাহর রাসুল, অমুকের সন্তান অমুকের (তার নাম নিবে) পক্ষ থেকে।
এরপর এক গজ পরিমাণ ডানদিকে গিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিবে। এরপর আরেক গজ পরিমাণ পিছিয়ে হজরত উমর বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিবে। অতঃপর প্রথম স্থানে চলে আসবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি দাঁড়িয়ে তাঁকে নিজের জন্য ওসিলা বানাবে। তাঁকে সুপারিশকারী বানাবে রবের কাছে।
দুআ করবে নিজের জন্য, পিতা-মাতার জন্য, সাথি-সঙ্গী ও বন্ধু-বান্ধবের জন্য। শুভাকাঙ্ক্ষী ও সকল মুসলমানের জন্য। খুব জোড়ালোভাবে দুআ করবে। এই মহান স্থানকে গনিমত মনে করবে। আল্লাহর প্রশংসা করবে, তাসবিহ পড়বে, তাকবির বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি দরুদ পড়বে। এরপর রওজা শরিফ ও মসজিদের মিম্বারের মাঝখানে এসে বেশি পরিমাণ দুআ করবে।
(৪৯২) হজরত আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
مَا بَيْنَ قَبْرِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ.
অর্থ: আমার কবর ও মিম্বরের মাঝখানের অংশ জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান। ৬৮৬
মদিনা থেকে বের হওয়ার সময় ও সফর থেকে ফিরে যাওয়ার সময় দুই রাকাত সালাতুল বিদা পড়া মুস্তাহাব। এরপর যা ইচ্ছা দুআ করবে। এরপর কবরের কাছে আসবে। পূর্বের ন্যায় সালাম করবে। আগের দুআগুলো পড়বে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই বলে বিদায় নিবে-
اللَّهُمَّ لَا تَجْعَلْ هَذَا آخِرَ الْعَهْدِ بِحَرَمِ رَسُوْلِكَ، وَيَسِّرْ لِي الْعَوْدَ إِلَى الْحَرَمَيْنِ سَبِيلاً سَهْلَةٌ بِمَنّكَ وَفَضْلِكَ، وَارْزُقْنِي الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَرُدَّنَا سَالِمِينَ غَانِمِينَ إِلَى أَوْطَائِنَا آمِنِينَ.
উচ্চারণ: আল্লাহুম্মা লা তাযআল হাজা আখিরাল আহদি বিহারামি রাসুলিকা, ওয়া ইয়াসসির লিয়াল আওদা ইলাল হারামাইনি সাবিলা সাহলাতান বি মান্নিকা ওয়া ফাদলিকা। ওয়ারজুকনিল আফওয়া ওয়াল ইফয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়া রুদ্দানা সালিমিনা গানিমিনা ইলা আওতানিনা আমিনিন।
অর্থ: হে সফরকে আপনার রাসুলের হারামের জন্য শেষ সফর বানাবেন না। আমার জন্য হারামাইনে বারবার আসার পথ সহজ করে দিন। আপনার দয়া ও অনুগ্রহে একেবারে সহজ পথ। আমাকে উভয় জাহানে ক্ষমা ও সুরক্ষা দান করুন। আমাদেরকে ঘরে ফেরান সুস্থতা ও কৃতকার্যতার সাথে এবং নিরাপদে।
এখানেই হজের আলোচনার সমাপ্তি করা হল। এটি যদিও এই কিতাবের হিসাবে দীর্ঘ; কিন্তু আমি এ সম্পর্কে যে আলোচনা জানি সে তুলনায় সংক্ষেপ। আল্লাহর কাছে আমরা তাঁর আনুগত্যের জন্য তাওফিক কামনা করি এবং তিনি যেন জান্নাতে আমাদের ভাইদের সঙ্গে আমাদেরকে একত্রিত করেন।
হজরত উতাবি রহ. বলেন, আমি নবিজির কবরের পাশে বসা সিলাম। ইতোমধ্যে একজন গ্রাম্য লোক এসে বলল- আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ (শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে আল্লাহর রাসুল)। আল্লাহ তাআলা বলেছেন- "যদি তোমরা নিজের ওপর জুলুম করে থাক আর নবিজির কাছে এসে একবার তোমরা নিজেরা আল্লাহর কাছে মাফ চায় এবং রাসুলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী ও দয়ালু হিসাবেই পাবেন।”৬৮৭ এজন্য আমি আমার পাপের ক্ষমা চাওয়ার জন্য, রবের কাছে আপনার মাধ্যমে শাফাআত লাভের আশায় এসেছি। এরপর নিম্নোক্ত কবিতা পড়েন-
يَا خَيْرَ مَنْ دُفِنَتْ بِالْقَاعِ أَعْظُمُهُ * فَطَابَ مِنْ طَيْبِهِنَّ الْقَاعُ وَالْأَكَمُ نَفْسِي الْفِدَاءُ لِقَبْرِ أَنْتَ سَاكِنُهُ فِيْهِ الْعَفَافُ وَفِيْهِ الْجُودُ وَالْكَرَمُ.
উচ্চারণ: ইয়া খাইরা মান দুফিনাত বিলকায়ি আজুমুহু। ফা তাবা মান তাইয়াবাহুন্নাল কাউ ওয়াল আকাম। নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম।
অর্থ: হে ঐ মহান, যাকে মহান স্থানে দাফন করা হয়েছে। যার সুগন্ধিতে সমস্ত তলদেশ ও পাহাড়-পর্বত সুগন্ধিত। ঐ কবরের জন্য আমার প্রাণ উৎসর্গীত, যে কবরে আপনি রয়েছেন। যাতে রয়েছে ক্ষমা, বদান্যতা ও দানশীলতা। -উতাবি রহ. বলেন, এরপর সে গ্রাম্য লোকটি চলে গেল। তখন আমার চোখে ঘুম চেপে এল। আমি ঘুমের মধ্যে স্বপ্নে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। তিনি বলছেন, হে উতাবি, তুমি গ্রাম্য লোকটিকে সুসংবাদ দাও যে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। ৬৮৮
টিকাঃ
৬৮৬. সহিহ বুখারি: ১১৯৬, সহিহ মুসলিম: ১৩৯০।
৬৮৭. (নিসা ৬৪)
৬৮৮. এই ঘটনাটি দিয়ে দলিল দেয়া যাবে না। এর সনদ বানোয়াট। দেখুন: আসসারিমুল মুনকি ফিররাদ্দি আলাস সুবকি পৃ, ৪৪৬-৪৪৭, ইবনে আবদুল হাদি।