📄 লাইলাতুল কদর পেলে যে দুআ করবে
(৪৮৭) হজরত আয়েশা রাদি. থেকে সহিহ সনদে বর্ণিত, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই, তাহলে কী দুআ পড়ব? নবিজি বললেন, তুমি এই দুআ পড়বে-
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.
উচ্চারণ: আল্লাহুম্মমা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।
অর্থ: হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল। আপনি ক্ষমাকে ভালোবাসেন। অতএব, আমাকে ক্ষমা করুন। -ইমাম তিরমিজি রহ. বলেন, হাদিসটি হাসান সহিহ। ৬৭৬
উলামায়ে কেরাম বলেন, উক্ত দুআটি বেশি বেশি পড়া চাই। বেশি বেশি কুরআন তিলাওয়াত করবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পেছনে যেসব দুআ-জিকির-আজকার করার কথা বলা হয়েছে সেগুলোও পড়বে।
ইমাম শাফেয়ি রহ. বলেন, শবে কদরে যেমন যেমন বেশি বেশি আমল করা চাই, দিনেও তেমন বেশি বেশি আমল করা চাই।
শবে কদরে মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি দুআ করা মুস্তাহাব। এটি নেককার ও আল্লাহওয়ালা বান্দাদের নিদর্শন।
টিকাঃ
৬৭৬. সুনানে তিরমিজি: ৩৫০৮, মুসনাদে আহমাদ ৬/১৭১, সুনানে ইবনে মাজাহঃ ৩৮৫০, আমাল: ৮৭২, নাসাঈ, আমাল: ৭৬৭, ইবনুস সুন্নি, মুসতাদরাকে হাকেম ১/৫৩০।
📄 ই’তেকাফে যে আমল করবে
ইতেকাফ অবস্থায় কুরআন তিলাওয়াত ও অন্যান্য জিকির বেশি বেশি করবে।