📄 যাকাতের নিয়ত করা
যাকাতের নিয়ত করা ওয়াজিব। অন্যান্য ইবাদতের মতো জাকাতের নিয়তও মনে মনে করলেই চলবে। তবে মুখে বলা মুস্তাহাব, যেমন অন্য ইবাদতে মুখে বলা মুস্তাহাব। যদি কেবলমাত্র মুখে বলে, অন্তরে নিয়ত না থাকে, তাহলে জাকাত আদায় হবে কিনা? এ ব্যাপারে মতানৈক্য আছে। বিশুদ্ধ মত অনুযায়ী আদায় হবে না। জাকাত প্রদানকারী নিয়ত করার পর আবার জাকাত দেয়ার সময় বলতে হবে না যে, এটি জাকাত। বরং জাকাত গ্রহণের যোগ্য ব্যক্তির কাছে তা দিলেই আদায় হয়ে যাবে। যদি মুখে বলে তাহলে কোন সমস্যা নেই।
📄 দান-সাদকা ও যাকাত প্রদানের সময় যে দুআ পড়বে
যে ব্যক্তি জাকাত, মানত, কাফ্ফারা ও দান-সাদকা ইত্যাদি প্রদান করবে, সে এ দুআটি পড়বে-
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ.
অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের দান কবুল করুন। আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ৬৬০
টিকাঃ
৬৬০. সুরা বাকারা: ১২৭।