📄 নামাজে দাঁড়ানোর সময়ের দুআ
(৯৯) ইবনুস সুন্নির কিতাবে বর্ণিত আছে-
عَنْ أُمَّ رَافِعٍ أَنَّهَا قَالَتْ: يَا رَسُوْلَ اللهِ دُلَّنِي عَلَى عَمَلٍ يَأْجُرْنِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ ، قَالَ: " يَا أُمَّ رَافِعٍ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَسَبِّحِي اللَّهَ تَعَالَى عَشْرًا ، وَهَلَّلِيْهِ عَشَرًا ، وَاحْمَدِيْهِ عَشَرًا ، وَكَبْرِيْهِ عَشَرًا ، وَاسْتَغْفِرِيْهِ عَشَرًا ، فَإِنَّكَ إِذَا سَبِّحْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا هَلَّلْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا حَمِدْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا كَبَّرْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا اسْتَغْفَرْتَ قَالَ: قَدْ فَعَلْتُ ".
অর্থ: উম্মে রাফে' রাদি. বলেন, ইয়া রাসুলাল্লাহ, আমাকে এমন এক আমল বাতলিয়ে দিন, যার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দেবেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে রাফে' তুমি যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার লা-ইলাহা ইল্লাল্লাহ, দশবার আল্লাহু আকবার এবং দশবার ইস্তেগফার পড়। কেননা তুমি যখন সুবহানাল্লাহ বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন লা-ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন আল্লাহু আকবার বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য এবং যখন ইস্তেগফার পড়, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ১৫২
টিকাঃ
১৫২. আমালুল: ১০৭।