📘 আল আযকার > 📄 আজানের পরে দুআ কবুল হয়

📄 আজানের পরে দুআ কবুল হয়


(৯৩) হজরত আনাস রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ.
অর্থ: আজান ইকামতের মধ্যকার দুআ ফিরিয়ে দেয়া হয় না। (আল্লাহ তাআলা কবুল করেন।)
ইমাম তিরমিজি রহ. বলেন, হাদিসটি হাসান সহিহ। ইমাম তিরমিজি রহ. অতিরিক্ত এও উল্লেখ করেন যে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ, আমরা কী দুআ করব? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুনিয়া আখেরাতের নিরাপত্তার জন্য দুআ করো। ১৪৭
(৯৪) হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস রাদি. থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসুলাল্লাহ, মুআযযিনগণ তো আমাদের চেয়ে বেশি সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
قُلْ كَمَا يَقُوْلُوْنَ، فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهُ.
অর্থ: মুআযযিন যা বলে তোমরাও তাই বলো। যখন জবাব দেয়া শেষ হবে, তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। প্রার্থিত বস্তু দেয়া হবে। ১৪৮
(৯৫) হজরত সাহল বিন সাদ রাদি. এর সূত্রে আবু দাউদ শরিফে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
ثِنْتَانِ لَا تُرَدَّانِ، أَوْ قَلَّمَا تُرَدَّانِ : الدُّعَاءُ عِنْدَ النَّدَاءِ، وَعِنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا.
অর্থ: দুটি বস্তু ফিরিয়ে দেয়া হয় না। অথবা কম ফিরিয়ে দেয়া হয়। এক. আজানের সময়কার দুআ। দুই. ঐ বিপদের সময়ের দুআ, যখন মানুষ একে অপরের প্রতি মুখাপেক্ষী হয়ে যায়।

টিকাঃ
১৪৭. সুনানে আবু দাউদ: ৫২১; তিরমিজি: ২১২, আমালুল ইয়াউম: ৬৮, নাসাঈ।
১৪৮ সুনানে আবু দাউদ: ৫২৪, আমালুল ইয়াউম: ১৪৪, নাসাঈ, মাওয়ারিদুয যামআন ইলা যাওয়ায়িদে ইবনে হিব্বান: ২৯৫, হাইসামি।

📘 আল আযকার > 📄 ফজরের সুন্নতের পরের দুআ

📄 ফজরের সুন্নতের পরের দুআ


(৯৬) ইবনুস সুন্নির কিতাবে উল্লেখ আছে-
عَنْ عَامِرِ بْنِ أُسَامَةَ عَنْ أَبِيْهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ، وَأَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى قَرِيبًا مِنْهُ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ سَمِعَهُ يَقُوْلُ وَهُوَ جَالِسٍ: "اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَإِسْرَافِيْلَ وَمِيكَائِيلَ وَمُحَمَّدٍ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعُوْذُ بِكَ مِنَ النَّارِ ثَلَاثُ مَرَّاتٍ.
অর্থ: উসামা বিন উমায়ের রাদি. ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়েন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাশে ছোট কিরাতে দুই রাকাত সুন্নাত পড়েন। এরপর তিনি বসে বসে এ দুআটি তিনবার পড়েন-
اللَّهُمَّ رَبِّ جِبْرِيلَ وَإِسْرَافِيْلَ وَمِيكَائِيلَ وَمُحَمَّدٍ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
উচ্চারণ: আল্লাহুম্মা রব্বা জিবরিলা ওয়া মিকাঈলা ওয়া মুহাম্মাদিনিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযুবিকা মিনান্নার।
অর্থ: হে জিবরিল, ইসরাফিল, মিকাইল ও মুহাম্মাদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব! আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় কামনা করি। ১৪৯
(৯৭) হজরত আনাস রাদি. নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন-
مَنْ قَالَ صَبِيحَةَ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ صَلَاةِ الْغَدَاةِ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوْبُ إِلَيْهِ ثَلَاثُ مَرَّاتٍ غَفَرَ اللهُ ذُنُوْبَهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ.
অর্থ: যে ব্যক্তি জুমুআর দিন সকালে নিচের দুআটি তিন বার পড়বে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। দুআটি হল-
أَسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ.
উচ্চারণ: আসতাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহ।
অর্থ: আমি ঐ আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, যিনি ছাড়া আর কোন মাবুদ নেই। তিনি চিরজীবি শাশ্বত। আমি তার কাছে তাওবা করি। ১৫০

টিকাঃ
১৪৯. সুনানে আবু দাউদ: ৫২৪। হাদিসটি খুবই দুর্বল।
১৫০. উ.। সূত্র: আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৮৩, ইবনুস সুন্নি। হাদিসটি খুবই দুর্বল। ইবনে হাজার আসকালানি রহ. বলেন, হাদিসটি গারিব, এর সনদ খুবই দুর্বল।

📘 আল আযকার > 📄 নামাজের কাতারে দাঁড়ানোর সময় যে দুআ পড়বে

📄 নামাজের কাতারে দাঁড়ানোর সময় যে দুআ পড়বে


(৯৮) ইবনুস সুন্নির কিতাবে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি. থেকে বর্ণিত আছে-
عَنْ سَعَدِ بْنِ أَبِي وَقَاصٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى الصَّلَاةِ وَرُسُوْلُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي ، فَقَالَ حِيْنَ اِنْتَهِي إِلَى الصَّفِّ: اللَّهُمَّ آتِنِي أَفْضَلُ مَا تُؤْتِي عِبَادِكَ الصَّالِحِيْنَ ، فَلَمَّا قَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةُ قَالَ: مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا ؟ قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: "إِذَا يُعْقَرُ جَوَادُكَ وَتُسْتَشْهَدُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى.
অর্থ: হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি. বলেন, এক সাহাবি নামাজ আদায়ের জন্য আসলেন, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। আগন্তুক সাহাবি নামাজের কাতারে দাঁড়ানোর পর বললেন:
اللَّهُمَّ آتِنِي أَفْضَلَ مَا تُؤْتِي عِبَادَكَ الصَّالِحِينَ.
উচ্চারণ: আল্লাহুম্মা আতিনি আফযলা মা তুতিনি ইবাদাকাস-সালিহিন।
অর্থ: হে আল্লাহ, আপনার নেককার বান্দাদের যে শ্রেষ্ঠ নেয়ামত দান করে থাকেন, আমাকেও তা দান করুন।
নামাজ শেষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে কে দুআ করেছিলো? উক্ত সাহাবি বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দ্রুতগামী ঘোড়াটি বধ করা হবে। তুমি আল্লাহর রাস্তায় শহিদ হবে। ১৫১

টিকাঃ
১৫১. আমালুল ইয়াউম: ১০৬, ইবনুস সুন্নি, আমালুল ইয়াউম: ৯৩, নাসাঈ, তারিখে কাবির: ৬৯৬, বুখারি।

📘 আল আযকার > 📄 নামাজে দাঁড়ানোর সময়ের দুআ

📄 নামাজে দাঁড়ানোর সময়ের দুআ


(৯৯) ইবনুস সুন্নির কিতাবে বর্ণিত আছে-
عَنْ أُمَّ رَافِعٍ أَنَّهَا قَالَتْ: يَا رَسُوْلَ اللهِ دُلَّنِي عَلَى عَمَلٍ يَأْجُرْنِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ ، قَالَ: " يَا أُمَّ رَافِعٍ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَسَبِّحِي اللَّهَ تَعَالَى عَشْرًا ، وَهَلَّلِيْهِ عَشَرًا ، وَاحْمَدِيْهِ عَشَرًا ، وَكَبْرِيْهِ عَشَرًا ، وَاسْتَغْفِرِيْهِ عَشَرًا ، فَإِنَّكَ إِذَا سَبِّحْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا هَلَّلْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا حَمِدْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا كَبَّرْتَ قَالَ: هَذَا لِي ، وَإِذَا اسْتَغْفَرْتَ قَالَ: قَدْ فَعَلْتُ ".
অর্থ: উম্মে রাফে' রাদি. বলেন, ইয়া রাসুলাল্লাহ, আমাকে এমন এক আমল বাতলিয়ে দিন, যার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দেবেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে রাফে' তুমি যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার লা-ইলাহা ইল্লাল্লাহ, দশবার আল্লাহু আকবার এবং দশবার ইস্তেগফার পড়। কেননা তুমি যখন সুবহানাল্লাহ বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন লা-ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য। যখন আল্লাহু আকবার বলো, তখন আল্লাহ বলেন, এটি আমার প্রাপ্য এবং যখন ইস্তেগফার পড়, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ১৫২

টিকাঃ
১৫২. আমালুল: ১০৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন