📄 ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে দুআ পড়বে
(২৬) সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ، يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ مَكَانَهَا: عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ الْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ الْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّى الْحَلَّتْ عُقَدُهُ كُلُّهَا، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ.
অর্থ: মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার পেছনে তিনটি গিট্টু দেয়। প্রত্যেক গিট্টুর স্থানে এই বলে ফুঁক দেয় যে, তুমি ঘুমিয়ে থাকো, রাত্রি এখনো অনেক লম্বা। এরপর যখন সে উঠে আল্লাহর জিকির করে, তখন তার একটি গিট্টু খুলে যায়। যখন অজু করে তখন আরো একটি গিট্টু খুলে যায়। এরপর যখন নামাজ আদায় করে তখন তার সব গিট্টু খুলে যায়। ফলে সে সকালে সুন্দর মনের অধিকারী ও ফুরফুরে থাকে। অন্যথায় সে সকাল করে খারাপ মন ও অলসতা নিয়ে। ৫৮
(২৭) সহিহ বুখারিতে হজরত হুজায়ফা বিন ইয়ামান ও হজরত আবু জর রাদি. থেকে বর্ণিত, তাঁরা বলেন-
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا وَإِذَا قَامَ قَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন তিনি এই দুআ পড়তেন:
উচ্চারণ: বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।
بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا.
অর্থ: হে আল্লাহ, তোমার নামে ঘুমাই এবং তোমার নামে জাগ্রত হই।
আর যখন তিনি ঘুম থেকে জাগতেন এই দুআ পড়তেন:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ.
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাহিযি আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
অর্থ: সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি মৃত্যুর পর পুনরায় আমাদের জীবিত করেন এবং পরিশেষে তাঁর দিকেই ফিরে যেতে হবে। ৫৯
(২৮) ইমাম আবু বকর ইবনুস সুন্নি রহ. হজরত আবু হুরায়রা রাদি. থেকে সহিহ সনদে বর্ণনা করেন, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ، فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ عَلَيَّ رُوْحِي، وَعَافَانِي فِي جَسَدِي، وَأَذِنَ لِي بِذِكْرِهِ.
অর্থ: তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, সে যেন বলে:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ عَلَيَّ رُوْحِي، وَعَافَانِي فِي جَسَدِي، وَأَذِنَ لِيْ بِذِكْرِهِ.
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি রাদ্দা আলায়্যা রুহি, ওয়া আফানি فی جَسَدِي, ওয়া আজিনা লি বিজিকরিহি।
অর্থ: সকল প্রশংসা ঐ সত্তার জন্য যিনি আমাকে আমার রূহ ফিরিয়ে দিয়েছেন। আমার শরীর হেফাযত করেছেন। আমাকে তাঁর জিকিরের অনুমতি দিয়েছেন। ৬০
(২৯) ইবনুস সুন্নির কিতাবে হজরত আয়েশা রাদি. থেকে বর্ণিত যে, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
مَا مِنْ عَبْدٍ يَقُوْلُ حِيْنَ رَدَّ اللهُ إِلَيْهِ رُوحَهُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ.
অর্থ: আল্লাহ তাআলা ঘুমের পর রূহ ফিরিয়ে দিলে যখন কোন বান্দা এ দুআটি পড়ে-
لَا إِلَهَ إِلَّا اللهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ.
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থ: এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন মাবুদ নেই। তিনি এক, তাঁর কোন শরিক নেই। সকল রাজত্ব তাঁরই এবং তাঁরই জন্য সকল প্রশংসা। আর তিনি সর্বশক্তিমান। ৬১
আল্লাহ তাআলা তাঁর সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। ৬২
(৩০) ইবনুস সুন্নির কিতাবে হজরত আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
مَا مِنْ رَجُلٍ يَنْتَبِهُ مِنْ نَوْمِهِ فَيَقُولُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ النَّوْمَ وَالْيَقْظَةَ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي بَعَثَنِي سَالِمًا سَوِيًّا، أَشْهَدُ أَنَّ اللَّهَ يُحْيِ الْمَوْتَى، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ، إِلَّا قَالَ اللهُ: صَدَقَ عَبْدِي.
অর্থ: যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে এই দুআ পড়বে-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ النَّوْمَ وَالْيَقْظَةَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي بَعَثَنِي سَالِمًا سَوِيًّا، أَشْهَدُ أَنَّ اللهَ يُحْيِي الْمَوْتَى، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাযি খালাকান নাউমা ওয়াল ইয়াকাযাহ, আলহামদুলিল্লা হিল্লাযি বাআসানি সালিমান সাভিয়্যান, আশহাদু আন্নাল্লাহা ইয়ুহয়িল মাউতা, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থ: সমস্ত প্রশংসা ঐ সত্তার যিনি ঘুম ও জাগরণকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা ঐ সত্তার যিনি সুস্থ ও নিরাপদে আমাকে প্রেরণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আল্লাহই মৃতকে জীবিত করেন। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
তখন আল্লাহ তাআলা শুধু এই কথাই বলেন যে, আমার বান্দা সত্য বলেছে। ৬৩
(৩০) আবু দাউদ শরিফে হজরত আয়েশা রাদি. থেকে বর্ণিত আছে, তিনি বলেন-
كَانَ إِذَا هَبَّ مِنَ اللَّيْلِ كَبَّرَ عَشْرًا، وَحَمَّدَ عَشْرًا، وَقَالَ: سُبْحَانَ اللَّهِ، وَبِحَمْدِهِ عَشْرًا وَقَالَ: سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ عَشْرًا وَاسْتَغْفَرَ عَشْرًا، وَهَلَّلَ عَشْرًا، ثُمَّ قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ ضِيْقِ الدُّنْيَا، وَضِيْقِ يَوْمِ الْقِيَامَةِ عَشْرًا ثُمَّ يَفْتَتِحُ الصلاة.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগতেন তখন দশবার 'আল্লাহু আকবার' বলতেন, দশবার 'আলহামদুলিল্লাহ' বলতেন, দশবার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' বলতেন, দশবার 'সুবহানাল মালিকিল কুদ্দুস' বলতেন, দশবার 'ইস্তেগফার' করতেন, দশবার 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলতেন। এরপর এই দুআটি দশবার পড়তেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ ضِيْقِ الدُّنْيَا، وَضِيْقِ يَوْمِ الْقِيَامَةِ.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন যিকিদ দুনইয়া ওয়া যিকি ইয়াওমাল কিয়ামাহ।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার সঙ্কীর্ণতা থেকে মুক্তি চাই এবং কেয়ামতের সঙ্কীর্ণতা থেকে মুক্তি চাই।
এরপর তিনি নামাজ শুরু করতেন। ৬৪
(৩২) আবু দাউদ শরিফে হজরত আয়েশা রাদি. থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি এই দুআটি পড়তেন:
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، اللَّهُمَّ أَسْتَغْفِرُكَ لِذَنْبِي، وَأَسْأَلُكَ رَحْمَتَكَ، اللَّهُمَّ زِدْنِي عِلْمًا، وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي، وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ.
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহুম্মা আসতাগফিরুকা লিযাম্বি, ওয়া আসআলুকা রহমাতাকা, আল্লাহুম্মা যিদনি ইলমা, ওয়ালা তুযিগ কালবি বা'দা ইয হাদাইতানি, ওয়াহাবলি মিন লাদুনকা রাহমাহ, ইন্নাকা আনতাল ওয়াহহাব।
অর্থ: হে আল্লাহ, আপনি ছাড়া আর কোন উপাস্য নেই। আপনি পবিত্র, আমার গুনাহের জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, আপনার রহমত কামনা করছি, আমার ইলম বৃদ্ধি করে দিন, হেদায়াত দান করার পর আমার মনকে বাঁকা করে দিবেন না। আপনার পক্ষ থেকে আমাকে রহমত দান করুন। আপনিই সবচেয়ে বড় দাতা। ৬৫
টিকাঃ
৫৮. সহিহ বুখারি: ১১৪২, সহিহ মুসলিম: ৭৭৬, সুনানে আবু দাউদ: ১৩০৬, সুনানে নাসাঈ ৩/২০৩, সুনানে ইবনে মাজাহ: ১৩২৯।
৫৯. সহিহ বুখারি: ৬৩১২, সুনানে আবু দাউদ: ৫০৪৯, সুনানে তিরমিজি: ৩৪১৩, সুনানে ইবনে মাজাহ: ৩৮৮০।
৬০. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৯, ইবনুস সুন্নি, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৮৬৬, নাসাঈ, সুনানে তিরমিজি: ৩৩৯৮।
৬১. উবায়দুল্লাহ
৬২. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ১০, ইবনুস সুন্নি।
৬৩. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ১৩, ইবনুস সুন্নি।
৬৪. সুনানে আবু দাউদ: ৫০৮৫; সুনানে ইবনে মাজাহ: ১৩৫৬, সুনানে নাসাঈ ৩/২০৯, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৮৭১, নাসাঈ।
৬৫. সুনানে আবু দাউদ: ৫০৬১, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৮৬৫, নাসাঈ, মুসতাদরাকে হাকেম ১/৫৪০, সহিহ ইবনে হিব্বান: ২৩৫৯।
📄 কাপড় পরিধানের দুআ
প্রথমে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। অবশ্য সব কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা মুস্তাহাব।
(৩৩) ইবনুস সুন্নির কিতাবে হজরত আবু সাঈদ খুদরি রাদি. থেকে বর্ণিত-
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَبِسَ ثَوْبًا سَمَّاهُ قَمِيصًا أَوْ رِدَاءً أَوْ عِمَامَةً يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا هُوَ لَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّه وَشَرِّ مَا هُوَ لَهُ
অর্থ: নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাপড় পরিধান করতেন, চাই তা জামা, চাদর বা পাগড়ী যাই হোক না কেন, তিনি এই দুআটি পড়তেন-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا هُوَ لَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا هُوَ لَهُ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খায়রিহি ওয়া খয়রি মা হুয়া লাহু, ওয়া আউযুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা হুয়া লাহু।
অর্থ: হে আল্লাহ, আমি এর যত কল্যাণ আছে এবং এর যত কল্যাণ হতে পারে তাও আমি তোমার কাছে চাই। আর এর মধ্যে যে অকল্যাণ আছে এবং এর যত অকল্যাণ হতে পারে তার থেকে তোমার কাছে আশ্রয় চাই। ৬৬
(৩৪) হজরত মুআজ বিন আনাস রাদি. থেকে বর্ণিত আছে-
أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا التَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করার সময় এই দুআটি পড়বে-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا التَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ.
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাযি কাসানি হাযাছ ছাউবা, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়াহ।
অর্থ: সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন, আমার শক্তি ও সামর্থ্য ব্যতিরেকে আমাকে রিযিক দান করেছেন।
আল্লাহ তাআলা ঐ ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ৬৭
টিকাঃ
৬৬. সুনানে আবু দাউদ: ৪০২০, সুনানে তিরমিজি: ১৭৬৭, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ১৪, ইবনুস সুন্নি।
৬৭. আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ২৭২, ইবনুস সুন্নি।
📄 নতুন কাপড়, জুতা ও এজাতীয় পোশাক পরার দুআ
পোশাক পরিধানের সময় পূর্বের অধ্যায়ে বর্ণিত দুআসমূহ পড়া চাই।
(৩৫) হজরত আবু সাঈদ খুদরি রাদি. থেকে বর্ণিত-
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ، عِمَامَةً، أَوْ قَمِيصًا، أَوْ رِدَاءً، ثُمَّ يَقُوْلُ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন নতুন কাপড় পরিধান করতেন, চাই তা পাগড়ি হোক, বা জামা হোক অথবা চাদর হোক তখন তিনি এই দুআটি পড়তেন-
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ.
উচ্চারণ: আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাছাউতানিহি, আসআলুকা খাইরাহু ওয়া খইরা মা সুনি'আ লাহু, ওয়া আউযুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি'আ লাহু।
অর্থ: হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। কারণ, তুমি আমাকে এই কাপড় পরিধান করিয়েছো। এর যত কল্যাণ আছে এবং এটিকে যে কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, তা আমি তোমার কাছে চাই। আর এর যত অকল্যাণ আছে এবং এটিকে যে অকল্যাণের জন্য তৈরি করা হয়েছে, তার থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রর্থনা করি। ইমাম তিরমিজি রহ. হাদিসটিকে হাসান বলেছেন। ৬৮
(৩৬) হজরত উমর রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-
سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِيَ بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ عَمَدَ إِلَى القَوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ، وَفِي سَتْرِ اللَّهِ حَيًّا وَمَيَّتًا.
অর্থ: আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করার পরে এই দুআ পড়ে। অতঃপর পুরাতন কাপড়টি দান করে দিবে সে আল্লাহর নিরাপত্তায় থাকবে, আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে, জীবিত-মৃত উভয় অবস্থায় সে আল্লাহর হেফাজতে থাকবে। দুআটি এই:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي.
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাযি কাসানি মা উয়ারি বিহী আউরতি, ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।
অর্থ: সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমাকে পোশাক পরিয়েছেন, যা দ্বারা আমার গোপনস্থান আবৃত করি। এবং আমার জীবনকে সুন্দর করি। ইমাম তিরমিজি রহ. বলেন, হাদিসটি গারিব। ৬৯
টিকাঃ
৬৮. সুনানে তিরমিজি: ১৭৬৭, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৩০৯, নাসাঈ।
৬৯. সুনানে তিরমিজি: ৩৫৫৫।
📄 সঙ্গীর গায়ে নতুন কাপড় দেখলে যে দুআ পড়বে
(৩৭) হজরত উম্মে খালেদ বিনতে খালেদ রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-
أُتِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثِيَابٍ فِيْهَا خَمِيصَةُ سَوْدَاءُ، قَالَ: مَنْ تَرَوْنَ نَكْسُوْهَا هَذِهِ الْخَمِيْصَةَ فَأُسْكِتَ القَوْمُ، قَالَ: ائْتُونِي بِأُمَّ خَالِدٍ فَأُتِيَ بِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَلْبَسَنِيهَا بِيَدِهِ، وَقَالَ: أَبْلِي وَأَخْلِقِي مَرَّتَيْنِ.
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য কিছু কাপড় হাদিয়া এলো। এর মধ্যে কারুকাজ করা একটি কালো চাদর ছিলো। তিনি বললেন, আমরা এ পোশাকটি কাকে পরিধান করাবো তোমরা বলোতো দেখি? উপস্থিত সবাই চুপ রইলেন। তখন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উম্মে খালেদকে আমার কাছে নিয়ে এসো।
অতঃপর আমাকে নবিজির কাছে নিয়ে যাওয়া হল। তখন তিনি সেটা নিজ হাতে আমাকে পরিধান করিয়ে দিলেন। এবং বললেন, এটা পুরাতন করো এবং দীর্ঘদিন পরিধান করো? কথাটি দুবার বললেন। ৭০
(৩৮) হজরত ইবনে উমর রাদি. থেকে বর্ণিত-
أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَى عَلَى عُمَرَ قَمِيصًا أَبْيَضَ فَقَالَ: ثَوْبُكَ هَذَا غَسِيْلُ أَمْ جَدِيدٌ؟ قَالَ: لَا ، بَلْ غَسِيْلُ. قَالَ: الْبَسْ جَدِيدًا، وَعِشْ حَمِيدًا، وَمُتْ شَهِيدًا وَسَعِيدًا.
অর্থ: নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদি.-এর গায়ে একটি কাপড় দেখে বললেন, এটি কি ধোয়া না কি নতুন? উত্তরে তিনি বললেন, ধোয়া। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'নতুন কাপড় পরিধান করো, সুখময় জীবনযাপন করো। শহিদি ও সৌভাগ্যের মৃত্যুবরণ করো। ৭১
টিকাঃ
৭০. সহিহ বুখারি: ৫৮২৩।
৭১. সুনানে ইবনু মাজাহঃ ৩৫৫৮, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ২৬৯, ইবনুস সুন্নি, মুসনাদে আহমাদ ২/৮৯, আমালুল ইয়াউমি ওয়াল্লাইলাহ: ৩১১, নাসাঈ।