📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 বিরল মুখস্থশক্তি

📄 বিরল মুখস্থশক্তি


হজরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মিরি রহ. ছিলেন মুখস্থশক্তির দৃষ্টান্তহীন ব্যক্তিত্ব। একবার তিনি মিশর গিয়েছিলেন। সেখানের একটি লাইব্রেরিতে 'নুরুল ইজাহ' নামের একটি কিতাব দেখতে পেলেন। তিনি সেখানকার দায়িত্বশীলদের বললেন, এ কিতাবটি কি নেওয়া যাবে? কারণ, আমাদের সংগ্রহে এ কিতাবটি নেই। তারা বলল, না। এরপর তিনি সেখান থেকে কিতাবটি ভালোভাবে মুতালাআ করলেন এবং দেশে ফিরে হুবহু ওই কিতাবটি লিপিবদ্ধ করলেন। এরপর আসল ও নকল একত্র করা হলে দুটির মাঝে কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হলো না। যা বর্তমান দরসে নেজামির সিলেবাসভুক্ত।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 মুখস্থশক্তির পূর্ণতা

📄 মুখস্থশক্তির পূর্ণতা


যখন ভাওয়ালপুরে খতমে নবুওয়াত সম্পর্কে একটি মামলা চলছিল, বিরোধীপক্ষ তাদের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে মুসলমানদের আকিদা-পরিপন্থি একটি কিতাব পেশ করল। তখন জজ সাহেব বললেন, দেখেন! তারা তো আপনাদের কিতাব দ্বারাই দলিল পেশ করছে। হজরত আনোয়ার শাহ কাশ্মিরি রহ. বললেন, কিতাবটি কি আমি একবার দেখতে পারি? জজ সাহেব কিতাবটি দেখার অনুমতি দিলেন। তিনি কিতাবটি দেখে বললেন, এ কিতাব হাতে লিপিবদ্ধ করা হয়েছে। আর লেখার সময় একটি লাইন বাদ পড়েছে। যার দরুন এখানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এ কিতাবের অন্য একটি কপি আনা হোক। পরে অন্য একটি কিতাব আনা হলে দেখা গেল আসলেই একটি লাইন বাদ পড়েছে। অবশেষে বিরোধী পক্ষের কৌশলে ভাটা পড়ল।

পরবর্তী সময়ে হজরত আনোয়ার শাহ কাশ্মিরি রহ. বললেন, আজ থেকে সাতাশ বছর আগে আমি একবার এ কিতাবটি দেখেছিলাম। আলহামদুলিল্লাহ! আজও আমার তা মনে আছে। সুবহানাল্লাহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন