📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 পূর্বসূরি আলেমদের রাত্রি জাগরণ ও ইলমের জন্য বিনিদ্র হওয়ার ঘটনা

📄 পূর্বসূরি আলেমদের রাত্রি জাগরণ ও ইলমের জন্য বিনিদ্র হওয়ার ঘটনা


কাজি ইয়াজ রহ. 'আল-ইলমা' গ্রন্থে বলেছেন, মুহাম্মদ ইবনে লাব্বাদ বলেছেন, ইমাম ও ফকিহ মুহাম্মদ ইবনে ইবরাহিম ইবনে আব্দোস কায়রোয়ানি-যিনি ইবনুল লাব্বাদ নামে প্রসিদ্ধ-ত্রিশ বছর যাবৎ এশার অযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। পনেরো বছর অধ্যয়নের কারণে, আর পনেরো বছর ইবাদতের কারণে।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 কুফার বিখ্যাত নাহবিদ ইমাম সালাব রহ. নব্বই বছর বয়সেও হাঁটতে হাঁটতে কিতাব পড়তেন, ফলে একটি গর্তে পড়ে গিয়ে তার মৃত্যু হয়

📄 কুফার বিখ্যাত নাহবিদ ইমাম সালাব রহ. নব্বই বছর বয়সেও হাঁটতে হাঁটতে কিতাব পড়তেন, ফলে একটি গর্তে পড়ে গিয়ে তার মৃত্যু হয়


(জন্ম: ২০০ হি., মৃত্যু: ২৯২ হি.)
আল্লামা মারজুবানি রহ. বলেন, তার মৃত্যুর কারণ ছিল এই, তিনি জুমুআর দিন আসরের পর জামে মসজিদ থেকে বের হলেন। সাথি-সঙ্গীদের একটি দল তার পিছে পিছে চলল, আর আমিও তাদের একজন। তার শ্রবণশক্তি এত দুর্বল হয়ে পড়েছিল যে, খুব কমই শুনতে পেতেন। তার হাতে কিতাব ছিল। পথ চলাচলকালীন অধ্যয়নে রত ছিলেন। সহসা একটি ঘোড়ার সাথে টক্কর খেয়ে একটি গর্তে গিয়ে পড়েন। সেখান থেকে উঠানো হলো। কিন্তু তার বোধশক্তি কাজ করছিল না। সুতরাং ওই অবস্থায়ই তাকে বাসায় আনা হয়। মাথাব্যথায় তিনি কাতরাচ্ছিলেন। দ্বিতীয় দিন তিনি আল্লাহর নিকট চলে গেলেন।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 ইবনে জারির রহ. এর সময় বাঁচানো ও ত্রিশ হাজার পাতায় তাফসির লেখার ইচ্ছা পোষণ

📄 ইবনে জারির রহ. এর সময় বাঁচানো ও ত্রিশ হাজার পাতায় তাফসির লেখার ইচ্ছা পোষণ


ইমাম ইবনে জারির তাবারি-যিনি মুফাসসিরিন, মুহাদ্দিসিন ও ঐতিহাসিকদের শিরোমণি, স্ব-যুগের ইমাম ও মস্ত বড়ো মুজতাহিদ ছিলেন, সময়কে ফলপ্রসূকরণে এবং সদা দরস ও তাদরিস, লেখালিখি ও রচনায় নিমগ্ন থাকার দিক থেকে যুগের অলৌকিক ব্যক্তিত্ব ছিলেন; নতুনত্ব, শ্রেষ্ঠত্ব ও পাকাপোক্ততায় তার রচনাবলির আধিক্য অবাক করার মতো-নিম্নে তার আলোচনা উপস্থাপিত হলো, যা খতিব বাগদাদির 'তারিখে বাগদাদ' ও আল্লামা ইয়াকুত হামাভির 'মুজামুল উবাদা' থেকে গৃহীত।

কাজি আবু উমর ও আবুল কাসেম ওয়াররাক বর্ণনা করেন, ইমাম তাবারি রহ. একদিন নিজ ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোরআনের তাফসির লেখার জন্য প্রস্তুত আছ? ছাত্ররা বলল, কত বড়ো হবে? তিনি বললেন, ত্রিশ হাজার পাতা। এ কথা শোনে ছাত্ররা অবাক হয়ে বলল, তাফসির শেষ করার আগেই তো আমাদের জীবন শেষ হয়ে যাবে! তাই তিনি সংক্ষেপ করে তিন হাজার পাতায় তাফসির পূর্ণ করলেন। যা ২৮৩ হি. থেকে ২৯০ হি. পর্যন্ত সাত বছরে শেষ হয়।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 ইবনে জারির রহ.-এর ত্রিশ হাজার পাতায় ইতিহাস গ্রন্থ লেখার ইচ্ছা

📄 ইবনে জারির রহ.-এর ত্রিশ হাজার পাতায় ইতিহাস গ্রন্থ লেখার ইচ্ছা


এরপর ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি হজরত আদম আ. থেকে আজ পর্যন্ত পুরো বিশ্বের ইতিহাস লেখার জন্য প্রস্তুত আছ? ছাত্ররা বলল, কত মোটা হবে? তিনি পূর্বের ন্যায় বললেন, ত্রিশ হাজার পাতায়। ছাত্ররা হতভম্ব হয়ে আবার সেই কথার পুনরাবৃত্তি করল। ছাত্রদের হতাশাব্যঞ্জক জবাব শোনে ইমাম তাবারি রহ. বললেন, আফসোস! মনোবল শেষ হয়ে গেছে। এরপর সংক্ষেপ করে তাফসিরের কলেবর সমান ইতিহাস লিপিবদ্ধ করান। ২৭ রবিউস সানি ৩০৩ হি. তারিখ রোজ বুধবার এই মহান কিতাব লিখে শেষ করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন