- 1-ইদ্দাতের সুষ্ঠু হিসাবের লক্ষ্যে মহান মহিয়ান আল্লাহ্র নির্দেশিত তালাকের সময় প্রসঙ্গ(5)
- 2-সুন্নাত পদ্ধতির তালাক(2)
- 3-স্ত্রীর হায়েয অবস্থায় এক তালাক দিলে এর হুকুম কি?(5)
- 4-একত্রে তিন তালাক এবং সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি(5)
- 5-স্বামী-স্ত্রীর সংগত হওয়ার পূর্বে বিভিন্ন সময়ে তিন তালাক দিলে(1)
- 6-সংগত হওয়ার পূর্বে তালাক দ্বারা পূর্ববর্তী স্বামীর জন্য বৈধ হওয়া প্রসঙ্গ(2)
- 7-চূড়ান্ত তালাক(1)
- 8-‘তোমার ব্যাপার তোমার হাতে’ প্রসঙ্গ১(1)
- 9-তিন তালাকপ্রাপ্তাকে হালাল করে বিবাহ প্রসংগে(5)
- 10-তিন তালাকপ্রাপ্তা নারীকে হালাল করা এবং এ বিষয়ে কঠোর সতর্কবানী(1)
- 11-স্বামী কর্তৃক স্ত্রীকে সামনা-সামনি তালাক দেওয়া(3)
- 12-হে নবী। আল্লাহ্ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা হারাম করছেন কেন? (৬৬:১) - উক্ত আয়াতের তাফসীর(1)
- 13-এই আয়াতের ভিন্ন ব্যাখ্যা(1)
- 14-অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে বলে : ‘তুমি তোমার পরিবারের লোকদের সাথে মিলিত হও’(5)
- 15-ক্রীতদাসের তালাক(2)
- 16-নাবালেগের তালাক কখন কার্যকর করা হবে?(3)
- 17-যে স্বামীর তালাক কার্যকর হবে না(1)
- 18-মনে মনে তালাক দেয়া(3)
- 19-বোধগম্য ইঙ্গিতে তালাক(1)
- 20-কথা বলে, তার সম্ভাব্য কোন অর্থ উদ্দেশ্য করা(1)
- 21-কোন কথা বলে, এর বাহ্যিক অর্থ উদ্দেশ্য না করা(1)
- 22-তালাক গ্রহণের জন্য প্রদত্ত ইখতিয়ারে মত প্রকাশের জন্য নির্ধারিত সময়(2)
- 23-যে ইখতিয়ারপ্রাপ্তা স্বামীকে গ্রহণ করে(10)
- 24-যে দাসী আযাদ হয়েছে এবং তার স্বামী দাস, তার ইখতিয়ার সম্পর্কে(4)
- 25-ঈলা১(2)
- 26-যিহার১(4)
- 27-খুলা১(5)
- 28-লি'আন-এর সূচনা(1)
- 29-গর্ভাবস্থায় (গর্ভ সম্পর্কে অভিযোগের কারণে) লি'আন করা(1)
- 30-স্বামীর পক্ষ থেকে কোন নির্দিষ্ট পুরুষকে জড়িত করে স্ত্রীর বিরুদ্ধে (যিনার) অপবাদের কারণে লি'আন(1)
- 31-লি'আনের১ নিয়ম(1)
- 32-ইমামের 'হে আল্লাহ স্পষ্ট করে দিন' বলা(2)
- 33-পঞ্চম বার (শপথের) সময় লি'আনকারীদের মুখে হাত রাখার আদেশ(1)
- 34-লিআন করানোর সময় ইমামের স্বামী স্ত্রীকে নসিহত করা(1)
- 35-লি'আনকারীদের পৃথক করে দেয়া(1)
- 36-লি'আনের পর লি'আনকারীদের তওবা করতে বলা(1)
- 37-লি'আনকারীদের একত্র হওয়া(1)
- 38-লি'আনের কারণে সন্তানকে পিতা থেকে সম্বন্ধচ্যুত করা এবং তাকে তার মায়ের সাথে যুক্ত করা(1)
- 39-সন্তানের কারণে স্ত্রীর প্রতি কটাক্ষপাত করা ইঙ্গিতে যিনার অপবাদ দেয়া এবং সন্তান অস্বীকারের ইচ্ছা করা(3)
- 40-সন্তান অস্বীকারকারীকে কঠোর সতর্কবাণী(1)
- 41-শয্যার মালিক (স্বামী) আস্বীকার না করলে সন্তান শয্যার মালিকেরই হবে(5)
- 42-বাদীর বিছানা বা শয্যার বিধান(1)
- 43-সন্তান নিয়ে বিবাদ হলে লটারীর ব্যবস্থা করা এবং যায়দ ইব্ন আরকাম (রাঃ) হতে বর্ণিত এ বিষয়ের হাদীসে শা’বী (রহঃ)-এর বর্ণনায় বিরোধ(5)
- 44-কিয়াফা১ প্রসংগ(2)
- 45-স্বামী-স্ত্রীর মধ্যে একজন মুসলমান হলে এবং সন্তানকে ইখতিয়ার প্রদান প্রসংগ(2)
- 46-খুলা’কারিণীর ইদ্দত(2)
- 47-তালাকপ্রাপ্তদের মধ্য থেকে ইদ্দত হুকুমে যারা ব্রতি(1)
- 48-স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্দত(6)
- 49-গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার ইদ্দত(18)
- 50-যে মহিলার স্বামী তার সাথে সহবাসের পূর্বে মারা যায়, তার ইদ্দত(1)
- 51-শোক পালন(2)
- 52-যে আহলে কিতার মহিলার স্বামী মারা গেল, তার শোক মওকূফ হওয়া প্রসংগ(1)
- 53-যে স্ত্রীলোকের স্বামী মারা গেছে, তার ‘হালাল’ (ইদ্দত শেষ) না হওয়া পর্যন্ত নিজ ঘরে অবস্থান করা(3)
- 54-যে স্ত্রীলোকের স্বামী মারা যায়, সে যেখানে চায়, সেখানে ইদ্দত পালনের অনুমতি(1)
- 55-যার স্বামী মারা গিয়েছে সে স্বামীর মৃত্যু সংবাদ প্রাপ্তির দিন হতে ইদ্দত পালন করবে(1)
- 56-মুসলমান নারীর স্বামীর শোকপালনে সাজসজ্জা ত্যাগ করা, (ইয়াহুদী-খিস্টানের জন্য নয়)(1)
- 57-শোক পালনকারিণীর রঙ্গিন কাপড় পরিহার করা(2)
- 58-শোক পালনকারিণীর খিযাব ব্যবহার(1)
- 59-শোক পালনকারিণীর জন্য কুলপাতার পানিতে মাথা ধোয়ার অনুমতি(1)
- 60-শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহারের নিষেধাজ্ঞা(4)
- 61-শোক পালনকারিণীর কুস্ত এবং আয্ফার ব্যবহার করা(1)
- 62-মীরাছ ফরয হওয়ার কারণে এক বছরের খরচ রহিত(2)
- 63-চূড়ান্ত তালাকপ্রাপ্তা নারীর জন্য ইদ্দতের সময় তার বসত ঘর থেকে বের হওয়ার অনুমতি(5)
- 64-যে স্ত্রীলোকের স্বামী মারা গেছে, দিনের বেলায় তার বের হওয়া(1)
- 65-বাইন তালাকপ্রাপ্তার খোরপোষ(1)
- 66-বাইন তালাকপ্রাপ্তা গর্ভবতী মহিলার খোরপোষ(1)
- 67-আক্রা১ এর ব্যাখ্যা(1)
- 68-তিন তালাকের পর ফিরিয়ে নেয়ার (রুজ্জু’ করার) বিধান রহিত হওয়া সম্পর্কে(1)
- 69-রজ’আত করা(1)
- 70-তালাক(5)