> > "মূসার কাহিনী কি তোমার কাছে এসেছে? যখন তার রব পবিত্র উপত্যকায় তায়া-তে তাকে ডেকেছিলেন: 'ফেরাউনের কাছে যাও, সে তো সত্যিই সীমা অতিক্রম করেছে।' তুমি কি তাকে পূত হতে বলবে না এবং তোমার রবের পথে নির্দেশনা দিবে না যে সে তা থেকে ভীত হবে?" ٢ - باب قوله: {هل أتاك حديث موسى (١٥) إذ ناداه ربه بالواد المقدس طوى (١٦) اذهب إلى فرعون إنه طغى (١٧) فقل هل لك إلى أن تزكى (١٨) وأهديك إلى ربك فتخشى (١٩) فأراه الآية الكبرى (٢٠) فكذب وعصى (٢