> > "নিশ্চয়ই আমরা তোমাদেরকে এক নিকটবর্তী শাস্তির বিষয়ে সতর্ক করেছি, যেদিন মানুষ দেখবে যে তার হাত যা পাঠিয়েছে এবং অবিশ্বাসী বলবে, 'হায়! আমি যদি মাটির মতো হতাম।'" ٧ - باب قوله: {إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ياليتني كنت ترابا (٤٠)}