> > "তোমার রব জানেন যে, তুমি প্রায় দুই-তৃতীয়াংশ রাত বা অর্ধেক বা তৃতীয়াংশ দাঁড়াও এবং তোমার সঙ্গীরাও। আল্লাহ রাত এবং দিনের সীমা নির্ধারণ করেন; তিনি জানেন যে তোমরা তা পুরোপুরি পালন করতে পারবে না, তাই তিনি তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। তাই কুরআন থেকে যা সহজ তা পড়ো।" ٥ - باب قوله: {إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرءوا ما تيسر من القرآن

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন