> > "তোমার রব জানেন যে, তুমি প্রায় দুই-তৃতীয়াংশ রাত বা অর্ধেক বা তৃতীয়াংশ দাঁড়াও এবং তোমার সঙ্গীরাও। আল্লাহ রাত এবং দিনের সীমা নির্ধারণ করেন; তিনি জানেন যে তোমরা তা পুরোপুরি পালন করতে পারবে না, তাই তিনি তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। তাই কুরআন থেকে যা সহজ তা পড়ো।" ٥ - باب قوله: {إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرءوا ما تيسر من القرآن