> > "বলুন, ‘আমার প্রতি প্রত্যাদেশ হয়েছে যে, কিছু জিন এই কুরআন শুনে বলেছে, ‘নিশ্চয়ই আমরা একটি বিস্ময়কর কুরআন শুনেছি। এটি সঠিক পথের দিকে পরিচালিত করে, তাই আমরা এতে ঈমান এনেছি এবং আমরা আমাদের রবের সাথে কাউকে শরিক করব না।’" ١ - باب قوله: {قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا (١) يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا}