> > "নূহ বলেন, ‘হে আমার প্রভু! পৃথিবীর উপর কোনো কুফরকারীকে অবশিষ্ট রেখো না। যদি তুমি তাদের ছেড়ে দাও, তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং তারা কেবল মন্দ, কাফের সন্তান জন্ম দেবে।’" ٤ - باب قوله: {وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا (٢٦) إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا (٢٧)}