> > "এবং তোমাদেরকে যা দান করা হয়েছে তা থেকে ব্যয় করো, মৃত্যুর সময় এসে যাওয়ার আগে। কেউ যেন না বলে, 'হে আমার প্রভু! তুমি যদি আমাকে আরও কিছু সময় দিতেন, তবে আমি দানশীল হতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।'" ٣ - باب قوله: {وأنفقوا من ما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين (١٠)}