> > "আর যখন আমরা তোমার নিকট কয়েকজন জিনকে পাঠালাম যারা কুরআন শুনছিল। যখন তারা সেখানে উপস্থিত হলো, তারা বলল, ‘চুপ থাকো’। যখন তা শেষ হলো, তারা তাদের কওমের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল এবং বলল, ‘হে আমাদের জাতি! আমরা একটি কিতাব শুনেছি যা মূসার পর অবতীর্ণ হয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়ন করে এবং তা সঠিক পথ ও সঠিক জীবনযাপনের পথ প্রদর্শন করে।’" ٧ - باب قوله: {وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين (٢٩) قالوا ياقومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إل