> > "আমরা মানুষকে তার পিতা-মাতার সাথে সদাচারণ করতে নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন এবং কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছেন। তার গর্ভধারণ এবং দুধ ছাড়ানো ত্রিশ মাসে সম্পন্ন হয়। তারপর সে যখন পূর্ণ শক্তিতে পৌঁছে এবং চল্লিশ বছর বয়সে পৌঁছে, সে বলে, ‘হে আমার রব! তুমি আমাকে এবং আমার পিতামাতাকে যে অনুগ্রহ করেছো তার শুকরিয়া আদায় করার তাওফিক দাও এবং আমাকে তাওফিক দাও যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো।" ٤ - باب قوله: {ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعم

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন