> > "আমরা আরবিতে কুরআন ওহি দ্বারা তোমার নিকট অবতীর্ণ করেছি যেন তুমি উম্মুল কুরা (মক্কা) ও তার আশেপাশের লোকদের সতর্ক করতে পার এবং সেই দিন সম্বন্ধে সতর্ক করতে পার, যে দিন সব মানুষকে একত্রিত করা হবে, তাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে থাকবে।" ٢ - باب قوله: {وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير (٧)}