> > "যখন তারা জাহান্নামে পৌঁছাবে, তখন তাদের কান, চোখ ও ত্বক সাক্ষ্য দিবে তাদের কৃতকর্মের বিরুদ্ধে। তারা তাদের ত্বককে বলবে, 'কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে?' তারা বলবে, 'আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, যিনি সবকিছুকেই কথা বলতে সক্ষম করেছেন। তিনিই প্রথমবারের মতো তোমাদের সৃষ্টি করেছেন এবং তাঁর কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে।'" ٢ - باب قوله: {حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون (٢٠) وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون (٢١)}