> > "নিঃসন্দেহে ইউনুসও প্রেরিতদের একজন ছিলেন, যখন তিনি এক বোঝাই নৌকায় পালালেন এবং ভাগ্যচক্রে পরাজিত হলেন। তখন একটি মাছ তাকে গিলে ফেলল, আর তিনি ছিলেন নিন্দিতদের একজন। যদি তিনি আল্লাহর প্রশংসাকারীদের একজন না হতেন, তবে তিনি পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটে অবস্থান করতেন।" ٧ - باب قوله: {وإن يونس لمن المرسلين (١٣٩) إذ أبق إلى الفلك المشحون (١٤٠) فساهم فكان من المدحضين (١٤١) فالتقمه الحوت وهو مليم (١٤٢) فلولا أنه كان من المسبحين (١٤٣) للبث في بطنه إلى يوم يبعثون