> > "তিনি বললেন, ‘আমি আমার প্রভুর কাছে যাচ্ছি; তিনি আমাকে পথ দেখাবেন। হে আমার প্রভু! আমাকে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।’ আমরা তাকে একজন সুশীল পুত্রের সুসংবাদ দিলাম। যখন তার ছেলে তার পাশে চলার উপযোগী হল, তখন তিনি বললেন, ‘ওগো পুত্র! আমি স্বপ্নে দেখছি যে তোমাকে কুরবানি করছি। তোমার মতামত কী?’ তিনি বললেন, ‘প্রিয় পিতা! যা আপনাকে আদিষ্ট হয়েছে, তা করুন।’" ٦ - باب قوله: {وقال إني ذاهب إلى ربي سيهدين (٩٩) رب هب لي من الصالحين (١٠٠) فبشرناه بغلام حليم (١٠١) فلما بلغ معه السعي قال يابني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال ياأبت افعل ما

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন