> > "লুকমানকে আমি প্রজ্ঞা দিয়েছিলাম। বলেছি, 'আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও'। যে কৃতজ্ঞ হয়, সে নিজের উপকার করে। আর যে অকৃতজ্ঞ হয়, আল্লাহ নিঃস্বার্থ, প্রশংসিত।" এবং লুকমান তার পুত্রকে উপদেশ দিলেন, ‘প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না; নিঃসন্দেহে শিরক একটি মহাপাপ।’ ١ - باب قوله: {ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد (١٢) وإذ قال لقمان لابنه وهو يعظه يابني لا تشرك بالله إن الشرك لظلم عظيم (١٣)}