> > ‘‘বলুন, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। কিন্তু তারা যদি বিমুখ হয়, তবে তার ওপর যা দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য সে দায়ী, এবং তোমাদের ওপর যা দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য তোমরা দায়ী। যদি তোমরা তাঁর আনুগত্য কর, তবে তোমরা হিদায়াত লাভ করবে। এবং রসূলের ওপর কেবল স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই দায়িত্ব নয়।’’ ١٧ - باب قوله: {قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين (٥٤)}