> > ‘‘এমন ঘরসমূহে যা আল্লাহ সম্মানিত করতে আদেশ দিয়েছেন এবং যেখানে তাঁর নাম স্মরণ করা হয়, সকাল-সন্ধ্যা সেখানে তাঁর পবিত্রতা বর্ণনা করে এমন পুরুষগণ রয়েছেন, যাদেরকে কোনো ব্যবসা-বাণিজ্য কিংবা ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ, নামায কায়েম করা এবং যাকাত প্রদান থেকে নিবৃত্ত করতে পারে না। তারা এমন এক দিবসকে ভয় করে, যেদিন অন্তর ও চক্ষু উল্টে যাবে।’’ ١٦ - باب قوله: {في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال (٣٦) رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأ