> > ‘‘নিশ্চয়ই আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। তারপর তাকে শুক্রবিন্দু হিসেবে নির্দিষ্ট স্থানে স্থাপন করেছি। তারপর শুক্রবিন্দু থেকে জমাট রক্ত বানিয়েছি এবং জমাট রক্ত থেকে মাংসপিণ্ড বানিয়েছি, তারপর মাংসপিণ্ড থেকে হাড় বানিয়েছি এবং হাড়ে মাংস পরিয়েছি। তারপর আমরা তাকে নতুন সৃষ্টিরূপে সৃষ্টি করেছি।’’ ٣ - باب قوله: {ولقد خلقنا الإنسان من سلالة من طين (١٢) ثم جعلناه نطفة في قرار مكين (١٣) ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبا