> > ‘‘হে মানবজাতি! তোমাদের জন্য একটি উপমা বর্ণনা করা হয়েছে; সুতরাং মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো, তারা একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই এতে মিলিত হয়। এবং যদি মাছি তাদের কাছ থেকে কিছু কেড়ে নেয়, তবে তারা তা উদ্ধার করতে পারবে না। দুর্বল অনুরোধকারী এবং দুর্বল অনুরোধ করা বস্তু।’’ ٢٢ - باب قوله: {ياأيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب (٧٣)}