> > ‘‘আর কুরবানির পশু আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসেবে নির্ধারণ করেছি। এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তাদেরকে সারিবদ্ধ অবস্থায় রাখো এবং আল্লাহর নাম উল্লেখ করো যখন তাদের পাশের অংশ ভূমিতে পড়ে। সুতরাং তা থেকে খাও এবং প্রয়োজনহীন এবং দুঃস্থদের খাওয়াও। এভাবে আমি এগুলো তোমাদের অনুগত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।’’ ١٧ - باب قوله: {والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون (٣٦)}