> > ‘‘এরা দুই দল, যারা তাদের প্রভুর ব্যাপারে বিতর্ক করে। সুতরাং যারা কুফরি করেছে, তাদের জন্য আগুনের কাপড় তৈরি করা হয়েছে; তাদের মাথার উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে। তাদের পেটের ভেতর এবং ত্বক উভয়ই এতে গলিয়ে দেওয়া হবে।’’ ٥ - باب قوله: {هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رءوسهم الحميم (١٩) يصهر به ما في بطونهم والجلود (٢٠)}