> > ‘‘মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে যেন একধরনের শর্তের উপর। যদি তাকে ভালো কিছু দেওয়া হয়, তবে সে তাতে সন্তুষ্ট থাকে। কিন্তু যদি তাকে কোনো পরীক্ষা দেওয়া হয়, তবে সে মুখ ফিরিয়ে নেয়। সে দুনিয়া এবং আখিরাত উভয়ই হারিয়ে ফেলে; এটিই প্রকৃত ক্ষতি।’’ ٣ - باب قوله: {ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين (١١)}