> > ‘‘হে মানবজাতি! তোমরা তোমাদের প্রভুকে ভয় করো; নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প একটি ভয়ংকর বিষয়। সেদিন তোমরা দেখবে, প্রতিটি দুধ পান করানো নারী তার শিশুকে ভুলে যাবে এবং প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভস্থ সন্তানকে প্রসব করবে এবং তুমি মানুষকে মত্তের মতো দেখবে, যদিও তারা মত্ত নয়; বরং আল্লাহর শাস্তি কঠিন।’’ ١ - باب قوله: {ياأيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم (١) يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد (٢)}