> > ‘‘তোমরা এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা কর, তারা সবাই জাহান্নামের জ্বালানী। তোমরা তার মধ্যে প্রবেশ করবে। যদি এগুলো আল্লাহর কাছে উপাস্য হতো তবে সেখানে প্রবেশ করত না। এবং তারা চিরকাল সেখানেই থাকবে। তাদের জন্য সেখানে হাঁফানোর শব্দ থাকবে এবং তারা সেখানে কিছু শুনবে না। নিশ্চয়ই যারা পূর্বে আমাদের পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত হয়েছে...’’ ١٣ - باب قوله: {إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون (٩٨) لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون (٩٩) لهم فيها زفير وهم فيها لا يسمعون (١٠٠) إن الذين سبقت لهم منا الحسنى