> > ‘‘আর ধুন-নুন (ইউনুস) যখন রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর কোনোরূপ ক্ষমতা প্রয়োগ করবো না। পরে অন্ধকারে সে ডেকে বলল, ‘আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম।’ আমি তার প্রার্থনা কবুল করলাম এবং তাকে কষ্ট থেকে মুক্তি দিলাম। এভাবে আমি মুমিনদেরকেও মুক্তি দেই।’’ ١٠ - باب قوله: {وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين (٨٧) فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين (٨٨)}